ইউজিসি-র আর্থিক সহযোগিতায় ‘লিবারেল আর্ট ও পপুলার কালচারের পরিপ্রেক্ষিতে বিংশ শতকের বাংলার বিবর্তন’ শীর্ষক দু’দিনের জাতীয় আলোচনা শিবির শেষ হল রামপুরহাট কলেজে। বৃহস্পতিবার রামপুরহাট কলেজ ও মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজের যৌথ উদ্যোগে এই আলোচনা শিবির শুরু হয়েছিল। শিবিরের উদ্বোধন করেন কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রামপুরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং মল্লারপুর কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী। আলোচনা শিবিরের আহ্বায়ক তিস্তা দত্তরায়, প্রবাল সিংহরায়রা জানান, দু’দিনের শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং রাজ্যের বাইরে ত্রিপুরা, ঝাড়খণ্ড, রাজ্যের বিভিন্ন কলেজের শতাধিক অধ্যাপকেরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপনা করেছেন।
আলোচনা শিবিরের আয়োজক কমিটির সম্পাদক বুদ্ধদেব মুখোপাধ্যায় জানান, আলোচনা শিবিরের প্রথম দিনে আলোচ্য বিষয় নিয়ে আলোকপাত করে প্রথমে বক্তব্য রাখেন বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অধ্যাপক শুচিব্রত সেন। এর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিস বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ‘ফিল্ম স্টাডি ও পপুলার কালচার’ বিষয়ে বক্তব্য রাখেন । পরে আসামের শিলচর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শান্তনু সরকার গোয়েন্দা গল্প, ব্যোমকেস, ফেলুদা ও পপুলার কালচার নিয়ে আলোচনা করেন।
শুক্রবার আলোচনা শিবিরে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক সৌমিত্র বসু, বিশ্বভারতীর গণিত বিভাগের অধ্যাপক প্রশান্ত চট্টোপাধ্যায়, কলাভবনের পেন্টিং বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্চয়ন ঘোষ, শিক্ষাসত্রের অধ্যক্ষ সৌমেন সেনগুপ্ত, কলাভবনের কিউরেটর সুশোভন অধিকারী।
পোস্ট অফিসে ক্ষোভ। দুর্ব্যবহারের অভিযোগে বর্ধমানের হেড পোস্ট অফিসের সিনিয়ার পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন কর্মীদের একাংশ। এর জেরে দিনভর পোস্ট অফিসের কাজ বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ন্যাশনাল ইউনিয়ন অফ পোস্টাল এমপ্লয়িজের সম্পাদক স্বপন বিশ্বাসের অভিযোগ, ‘‘প্রদীপ কুমার দে নামে ওই পোস্টমাস্টার মে মাসে কাজে যোগ দেন। তারপর থেকেই খারাপ ব্যবহার করছেন কর্মীদের সঙ্গে। মহিলা কর্মীরাও বাদ যাচ্ছেন না। ইচ্ছেমতো সার্কুলার বের করছেন। কর্মীদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনাও করেন না।’’ ঠিকা কর্মীদের মাইনেও কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি প্রদীপবাবু।