নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। শুক্রবার ছাতনার তেঘরি গ্রামের কাছে অড়কশা নদীতে দুর্ঘটনাটি ঘটে। শনিবার পর্যন্ত ওই যুবকের হদিস পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া যুবক অনাদি নন্দী তেঘরি গ্রামের বাসিন্দা। শালডিহা কলেজের স্নাতক স্তরের ছাত্র তিনি। দুপুরে দুই বন্ধুর সঙ্গে তিনি ওই নদীতে স্নান করতে নেমেছিলেন। তিনজনই সাঁতরে মাঝ নদীতে যাওয়ার পরে হাবুডাবু খেতে থাকেন। তা গ্রামবাসীর নজরে এলে তাঁরা দু’জনকে উদ্ধার করে পাড়ে আনতে পারেন। কিন্তু অনাদি তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সিভিল ডিফেন্সের লোকজন। অনাদির খোঁজে তল্লাশি চালানো হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, খোঁজ চলছে।