Advertisement
২২ মে ২০২৪

প্রতারণার অভিযোগে আটক তৃণমূল নেত্রী

বেসরকারি অর্থলগ্নি সংস্থার হয়ে টাকা তুলে প্রতারণার অভিযোগে আটক করা হল তৃণমূলের এক নেত্রী ও তাঁর ছেলেকে। অনিতা বড়াল নামে ওই নেত্রী পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। পুলিশ জানায়, অনিতাদেবী ও তাঁর ছেলে বাপি বড়ালের বিরুদ্ধে দুর্গাপুরের একটি অর্থলগ্নি সংস্থার হয়ে টাকা তুলে আমানতকারীকে সময়মতো সুদ ও আসলের টাকা না দেওয়ার অভিযোগ হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বরাবাজার শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ০১:৩২
Share: Save:

বেসরকারি অর্থলগ্নি সংস্থার হয়ে টাকা তুলে প্রতারণার অভিযোগে আটক করা হল তৃণমূলের এক নেত্রী ও তাঁর ছেলেকে। অনিতা বড়াল নামে ওই নেত্রী পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ।

পুলিশ জানায়, অনিতাদেবী ও তাঁর ছেলে বাপি বড়ালের বিরুদ্ধে দুর্গাপুরের একটি অর্থলগ্নি সংস্থার হয়ে টাকা তুলে আমানতকারীকে সময়মতো সুদ ও আসলের টাকা না দেওয়ার অভিযোগ হয়েছে।

এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পুরুলিয়া জেলা নেতা নবেন্দু মাহালি বলেন, “আমরাও অনিতাদেবীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাঁকে সতর্কও করেছি। অভিযোগ প্রমাণিত হলে দলে তাঁর ঠাঁই হবে না।” তৃণমূলের বরাবাজার ব্লক সভাপতি সুদর্শন মাহাতো জানান, এর দায় দল নেবে না।

অনিতাদেবী ও তাঁর ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ঝালদার বাসিন্দা বাউরিবালা সাও। তাঁর অভিযোগ, বাপি ক’বছর ধরে দুর্গাপুরের একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসেবে এলাকায় টাকা তুলেছিলেন। ছেলেকে সাহায্য করতে অনিতাদেবীও রাজনৈতিক প্রভাব খাটান। বছর দুয়েক আগে জমি বিক্রি করে ৭ লক্ষ টাকা পান বাউরিবালাদেবী। ওই টাকা দুর্গাপুরের সংস্থায় রাখলে মাসে-মাসে মোটা টাকা সুদ মিলবে বলে জানিয়েছিলেন অনিতাদেবী। সেই মতো টাকা রেখে মাস দুয়েক সুদও পান বাউরিবালাদেবী। কিন্তু তারপর আর সুদের টাকা পাননি।

অনিতাদেবী এ দিন বলেন, “ছেলের ডাকে মাঝেমধ্যে পরিচিতদের ওর কাছে টাকা জমা দিতে বলতাম। কিন্তু ওই সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাউরিবালাদেবীর টাকা ফেরত দেওয়া যায়নি। এতে আমার কী দোষ?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

charges of cheating tmc chief barabazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE