Advertisement
১৮ মে ২০২৪

ফের গোলমালে নাম জড়াল নাগা জওয়ানদের

ফের বিতর্কে জড়ালেন নাগা বাহিনীর জওয়ানেরা। ময়ূর মারার পরে এ বার তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠল এক যুবককে মারধরের। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ায়। প্রথমে ওই যুবককে দুই নাগা জওয়ান মারধর করে বলে অভিযোগ। পরে বাসিন্দারা দুই জওয়ানকে পাল্টা মার দেন।

নিজস্ব সংবাদদাতা
আড়শা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৫ ০০:১১
Share: Save:

ফের বিতর্কে জড়ালেন নাগা বাহিনীর জওয়ানেরা। ময়ূর মারার পরে এ বার তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠল এক যুবককে মারধরের। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ায়। প্রথমে ওই যুবককে দুই নাগা জওয়ান মারধর করে বলে অভিযোগ। পরে বাসিন্দারা দুই জওয়ানকে পাল্টা মার দেন। খবর পেয়ে শিবির থেকে বাকি নাগা জওয়ানরা এলাকায় গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। দুই জওয়ান ইন্টো ও পিটার এবং আড়শা থানার গন্ধবাজার গ্রামের ওই যুবক দীপক গোস্বামীকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওবাদী দমনে পুরুলিয়ায় নিয়ে আসা এই নাগা জওয়ানদের বিরুদ্ধে নানা সময়ে গোলমাল পাকানোর অভিযোগ উঠেছে। ক’দিন আগে বাঘমুণ্ডিতে একটি মন্দির চত্বরে ঘুরে বেড়ানো দু’টি ময়ূরকে গুলি করে মারার অভিযোগ ওঠে স্থানীয় রক্ষী শিবিরের নাগা জওয়ানদের বিরুদ্ধে। এ বার আড়শার শিরকাবাদ নাগা রক্ষী শিবিরের দুই জওয়ানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আহাড়রা মোড়-শিরকাবাদ রাস্তায়। দুই নাগা জওয়ান সাইকেলে আহাড়রা মোড়ের দিকে আসছিলেন। উল্টোদিক থেকে সাইকেলে আসছিলেন দীপক। তিনি দোকানে দোকানে পুজো করেন। তাঁর কথা বলার সমস্যা রয়েছে। অন্ধকারে দীপকের সঙ্গে এক জওয়ানের সাইকেলের ধাক্কা লাগে। এরপরেই দীপককে মারধর করা হয় বলে অভিযোগ।

গন্ধবাজার গ্রামের কাছে ওই মারধরের খবর জানাজানি হতেই গ্রামের লোকজন গিয়ে নাগা জওয়ানদের ঘেরাও করে মারধর করে বলে অভিযোগ। শিবির থেকে অন্য জওয়ানরাও চলে আসেন। দু’পক্ষের বচসা বাধে। খবর পেয়ে আসেন ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) কুন্তল বন্দ্যোপাধ্যায়, ডিএসপি (সদর) দেন্দুপ শেরপা ও আড়শার ওসি আদিত্য বন্দ্যোপাধ্যায়। তাঁদের হস্তক্ষেপে ঘটনা আর বেশিদূর গড়ায়নি। রাতেই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীপকের বাবা শুকদেব গোস্বামীর অভিযোগ, “আমার ছেলে ভাল করে কথা বলতে পারে না। তারপরেও জওয়ানরা ওকে রাস্তায় হিঁচড়ে নিয়ে গিয়ে নৃশংস ভাবে মারধর করেছে।” নাগা জওয়ান ইন্টোর অবশ্য দাবি, “দুর্ঘটনা থেকে একটা গোলমাল হয়েছে।” শনিবার এলাকায় গিয়েছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার। তিনি নাগা রক্ষী শিবিরে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলেন। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে পুলিশ সুপার বলেন, “দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গিয়েছে। আমরা পুরো বিষয়টি নজরে রেখেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

naga jawan purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE