দু’টি পৃথক পথ দুর্ঘটনায় এক শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম কুন্দন সহিস (৫)। তার বাড়ি জয়পুর থানার ভেলাইডি গ্রামে। অন্যজনের নাম মিঠুন বাউরি (৩০)। তিনি পুরুলিয়া মফস্সল থানার ভাঙড়া গ্রামের বাসিন্দা। দু’টি ঘটনাই ঘটে বৃহস্পতিবার দুপুর নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানার নারায়ণপুর গ্রামের অদূরে একটি কয়লাজাত দ্রব্যের কারখানা রয়েছে। সেই কারখানায় কাজ করেন কুন্দনের বাবা-মা। কুন্দন বাড়ি থেকে মায়ের জন্য দুপুরের ভাত নিয়ে যাচ্ছিল। ভেলাইডি গ্রামের অবস্থান এই কারখানার অদূরে চাষমোড়-তুলিন রাজ্য সড়কের উল্টোদিকেই। ভাত নিয়ে রাস্তা পারাপার করার সময় জয়পুরের দিক থেকে পুরুলিয়ার দিকে আসা একটি লরি ওই বালককে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষতিপূরণের দাবিতে ক্ষুব্ধ মানুষজন পথ অবরোধও করেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। লরিটি আটক করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া-বাঁকুড়া (৬০ এ) জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার ভাঙড়া গ্রামের অদূরে একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয় মিঠুনের। তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। কোনও ভাবে তিনি বাসের চাকার নীচে পড়ে যান। ওই যুবকের হাতের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ বাসটি আটক করেছে।