আগুনে পুড়ে মৃত্যু হল এক শিশু-সহ দু’জনের। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন হুড়া থানা এলাকার কুদলুং গ্রামের উপাসী মাহাতো (১৮) ও ওই থানারই শ্যামনগর গ্রামের রাহুল রায় (১)। অগ্নিদগ্ধ অবস্থায় উপাসীদেবীকে গত ১৫ সেপ্টেম্বর পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্টোভ জ্বালাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন। অন্যদিকে, উনুনের সামনে রান্না করার সময় শিশু রাহুল তার মায়ের কাছে যেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়। ৭ অক্টোবর তার গায়ে আগুন লাগে। তাকেও পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার সেখানেই দু’জনের মৃত্যু হয়। দেহগুলির ময়নাতদন্ত করা হয়।.