Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ছোট ইলিশ ধরলে বা বেচলেই সোজা শ্রীঘর

মৎস্যবিলাসী বাঙালির রসনায় সুখ নেই! মাছ খাওয়ার অর্ধেক মজাই যেন মাটি হয়ে গিয়েছে। মনের মতো ইলিশ এখন আর মেলে না। জোগান শোচনীয় ভাবে কম। ইলিশের মরসুমেই দিনের পর দিন রুপোলি শস্যের আকাল চলে বাজারে। যা মেলে, তার বেশিটাই ছোট ইলিশ।

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০৩:৩০
Share: Save:

মৎস্যবিলাসী বাঙালির রসনায় সুখ নেই! মাছ খাওয়ার অর্ধেক মজাই যেন মাটি হয়ে গিয়েছে। মনের মতো ইলিশ এখন আর মেলে না। জোগান শোচনীয় ভাবে কম। ইলিশের মরসুমেই দিনের পর দিন রুপোলি শস্যের আকাল চলে বাজারে। যা মেলে, তার বেশিটাই ছোট ইলিশ। তাতে স্বাদের ঘাটতি ষোলো আনা তো বটেই। তার উপরে প্রশ্নের কাঁটা, নিষেধের বেড়াজাল পেরিয়ে খুদে ইলিশ বাজারে পৌঁছচ্ছে কী করে?

সংশ্লিষ্ট সব শিবিরের বক্তব্য, ইলিশ-ঘাটতির মূলে আছে ছোট ইলিশের নির্বিচার শিকার। রাজ্যের মৎস্য দফতর সূত্রের খবর, ২০১৩-’১৪ সালে ১০ হাজার ৪৩৬ টন ইলিশ উৎপাদন হলেও পরের বছরে তা দাঁড়ায় ন’হাজার ৮৯২ টনে। বিশেষজ্ঞেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ইলিশের উৎপাদন কমতে থাকার অন্যতম প্রধান কারণ, খুদে ইলিশ ধরা। এই রাজ্যে ছোট ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ। তা সত্ত্বেও এক শ্রেণির ধীবর ও ব্যবসায়ীকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না।

তাই অপরিণত ইলিশ (৫০০ গ্রামের কম ওজনের) ধরা রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য। ছোট ইলিশ ধরলে বা বেচলে জেলের ঘানি ঘোরানোর সংস্থান রাখা হচ্ছে সেই নতুন আইনে। মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘রাজ্য মৎস্য আইন (ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট, ১৯৮৪) সংশোধন করা হবে। ছোট ইলিশ ধরলে এত দিন জেল-জরিমানার ব্যবস্থা ছিল না। নতুন আইনে কড়া শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে।’’ তিনি জানান, আইনের খসড়া অনুমোদনের জন্য শীঘ্রই নবান্নে পাঠানো হবে। পরে সেটি পেশ করা হবে বিধানসভায়।

আরও পড়ুন: খুদে ইলিশের পেটেও মিলছে ডিম! বিপদ দেখছেন বিজ্ঞানীরা

কী থাকছে নতুন আইনে? মৎস্য দফতরের খবর, আইনের খসড়ায় আছে: l ৯০ মিলিমিটারের কম পুরু সুতোর ফাঁসের জালে (খুদে ইলিশ ধরা পড়ে ওই জালেই) ইলিশ ধরলে প্রথমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং এক মাসের জেল হবে। দ্বিতীয় বার ওই জাল ব্যবহার করলে জরিমানা ২০ হাজার টাকা এবং জেল ছ’মাসের। l যে-ট্রলার বা নৌকায় ছোট ইলিশ ধরা হবে, তার লাইসেন্স তিন বছরের জন্য বাজেয়াপ্ত করা হবে। l ছোট ইলিশের কারবারে যুক্ত ব্যবসায়ী, আড়তদারদেরও প্রথমে তিন হাজার টাকা জরিমানা এবং এক মাসের জেল হবে। ফের ধরা পড়লে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিন মাস জেল। তৃতীয় বার ধরা পড়লে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে, জেলও খাটতে হবে ছ’মাস। এখন মৎস্য দফতর ও পুলিশের যৌথ অভিযানে ছোট ইলিশ ধরা পড়লে বাজারে নিলাম করা হয়। যিনি বা যাঁরা মাছ ধরেছেন, তাঁদের দেওয়া হয় অর্ধেক টাকা। বাকি অর্ধেক অর্থ ঢুকে যায় সরকারি রাজস্ব খাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hilsa Fish Market Off Season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE