আর জি কর-কাণ্ডের এক বছরে, ৯ অগস্ট পতাকা ছাড়া ‘নবান্ন অভিযানে’র ডাক দিয়েছেন নিহত চিকিৎসক-ছাত্রীর বাবা-মা। সেখানে থাকবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার সেই কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলীয় নেতা-কর্মী এবং এসইউসি নেতৃত্বকেও আমন্ত্রণ জানালেন বাবা-মা। সেই জন্য শনিবার বিধাননগরে বিজেপির রাজ্য দফতর এবং এসইউসি-র দফতরে গিয়েছিলেন তাঁরা।
আর জি করের ঘটনায় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারের দাবিতেও সরব হয়েছেন তাঁরা। সূত্রের খবর, সিবিআই-তদন্ত নিয়ে হতাশার কথা জানিয়ে বিষয়টি দেখার জন্য শমীকের কাছে অনুরোধ জানিয়েছে নিহতের পরিবার। শমীক প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন। পরিবারের সঙ্গে থাকা দলের আইনজীবী নেতা কৌস্তভ বাগচীর থেকে সংশ্লিষ্ট মামলাটির বিষয়ে জানতে চেয়েছেন শমীক। প্রসঙ্গত, এর আগে সিপিএম, সিপিআই ও কংগ্রেস দফতরে গিয়েও নেতৃত্বের সঙ্গে কথা বলেছিল নিহতের পরিবার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)