তাঁর জন্য নির্দোষ ছোট ভাইকে চার দিন পুলিশি হেফাজতে থাকতে হওয়ায় তিনি ‘অনুতপ্ত’। তদন্তকারীদের দাবি, জেরার মুখে এমনটাই জানিয়েছেন জাগুয়ার-কাণ্ডে ধৃত রাঘিব পারভেজ।
পুলিশ জানায়, ১৬ অগস্ট রাত ১টা ৫০ মিনিটে শেক্সপিয়র সরণি ও লাউডন স্ট্রিটের মোড়ে একটি জাগুয়ার গাড়ি তীব্র গতিতে ধাক্কা মারে একটি মার্সিডিজ বেন্জ় গাড়িকে। মার্সিডিজ গাড়িটি ধাক্কা খেয়ে ছিটকে রাস্তার মোড়ের পুলিশের একটি কিয়স্কে উঠে যায়। অঝোর বৃষ্টি থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের দুই নাগরিক। মার্সিডিজ গাড়ির ধাক্কায় দু’জনই মারা যান।
পুলিশ শনিবার জানায়, রাঘিব জেরায় আরও জানান, ভাই আরসালান যে দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি হেফাজতে চলে যান, এই কথা দুবাইয়ে পৌঁছে জানতে পারেন তিনি।