মহিলাদের বিশেষ ট্রেন ‘মাতৃভূমি’ লোকালে এ বার থেকে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। তবে সব কামরায় নয়, রেলের নির্দেশ অনুযায়ী নির্ধারিত কয়েকটি কামরাতেই উঠতে পারবেন তাঁরা। সোমবার সকাল থেকেই পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছিল রেল। আর তার জেরে এ দিন সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিয়ালদহ মেন শাখার খড়দহ স্টেশন। রেল অবরোধ, পুরুষ যাত্রীদের সঙ্গে মহিলা যাত্রীদের গণ্ডগোল, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের পাশাপাশি পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়া থেকে শুরু করে উভয় পক্ষের পাথর ছোড়াছুড়ি— সব কিছুর সাক্ষী থাকল এ দিনের খড়দহ। এমনকী, পুলিশের সামনেই মহিলা যাত্রীদের উদ্দেশ করে কটূক্তি, গালিগালাজ এবং তাঁদের গায়ে হাত দেওয়ার অভিযোগও উঠল পুরুষ যাত্রীদের বিরুদ্ধে। ঘটনায় দু’জন মহিলা যাত্রী-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। এ সবের জেরে এ দিন সকাল থেকে শিয়ালদহ মেন লাইনে ঘণ্টা তিনেক ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনায় এখনও পর্যন্ত তিন মহিলা-সহ ছয় জনকে আটক করেছে পুলিশ।