সমুদ্রে নতুন করে ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। তার ফলে আন্দামান সাগরের উপর বাড়ছে ঝোড়ো হাওয়ার বেগ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তার সরাসরি কোনও প্রভাব না পড়লেও তাপমাত্রা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একইরকম থাকবে। খুব একটা হেরফের হবে না। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে, তা ২১ নভেম্বর থেকে আরও ঘনীভূত হবে। এর প্রভাবে আন্দামান সাগরের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ শনিবার থেকে আরও বাড়বে। শনিবার এবং রবিবার সমুদ্রে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছাড়িয়ে যেতে পারে ৭০ কিলোমিটারের গণ্ডিও। তবে সোমবার থেকে তা কিছুটা কমবে। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:
আন্দামান থেকে ঘূর্ণাবর্ত উত্তরে এগোচ্ছে কি না, তার আর শক্তিবৃদ্ধির সম্ভাবনা রয়েছে কি না, হাওয়া অফিস সে দিকে নজর রেখেছে।
আপাতত রাজ্যের সর্বত্র রয়েছে শুকনো আবহাওয়া। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুধু দার্জিলিঙের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।
নভেম্বরের শুরুর দিকে রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল তাপমাত্রা। জেলায় জেলায় কুয়াশার সতর্কতাও জারি করে দিয়েছিল হাওয়া অফিস। তবে সেই পরিস্থিতি কিছুটা বদলেছে। তাপমাত্রা আবার বেড়েছে। গত কয়েক দিন ধরে পারদ ঊর্ধ্বমুখী। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে প্রায় প্রতি দিনই শীতের আমেজ অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ছ’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, নতুন করে তাপমাত্রার হ্রাসবৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই।