বুধবার সারা দিন বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে কলকাতায় আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণ কলকাতার বেশির ভাগ জেলায় বৃষ্টি কমতে পারে বলেই পূর্বাভাস। যদিও পশ্চিমের তিন জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন আবহবিদরা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস।