বসন্তে কয়েক ঘণ্টার মধ্যে পরপর জোড়া ঝড় এনে চমকে দিয়েছিল এ বছরের ফেব্রুয়ারি। এ বার তিন দিনেই বর্ষণের রেকর্ড গড়ে ফেলল সে!
আবহাওয়া দফতরের সূত্র বলছে, সোমবার থেকে বুধবার বিকেল পর্যন্ত কলকাতায় মোট বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে। গত এক দশকে ফেব্রুয়ারিতে কলকাতায় এত বৃষ্টি হয়নি। এর আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় মোট বৃষ্টির পরিমাণ ছিল ৯৪.৫ মিলিমিটার। ওই বছর ফেব্রুয়ারির ২৫ তারিখে ৮৩.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। হাওয়া অফিসের ইতিহাসে এক দিনে সব থেকে বেশি বৃষ্টির রেকর্ড সেটাই। এ দিন কলকাতায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, বৃহস্পতিবার দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোর বা সকালে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ তুলনায় বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও জোর বৃষ্টি হতে পারে।