কলকাতায় বসবাসকারী মারোয়াড়ি সম্প্রদায়ের কাছে তাঁদের আদি বাসস্থান রাজস্থানে বিনিয়োগের আবেদন জানালেন বিজেপি-শাসিত সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বাংলার মারোয়াড়িদের আগামী ১০ ডিসেম্বর ‘প্রবাসী রাজস্থানি দিবসে’র অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানাতে মঙ্গলবার শহরে এসেছিলেন ভজনলাল। সেই উপলক্ষে বাইপাসের ধারে হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আহ্বান, “রাজস্থানে কাজের অনেক সুযোগ। এখানে আপনারা যে কাজ করছেন, রাজস্থানেও তা করার সুযোগ পাবেন। এখানে যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা কিছুটা রাজস্থানেও বিনিয়োগ করুন। লাভের ফারাকটা দেখুন।” বিজেপি বার বার বাংলায় শিল্পের পরিবেশ, শিল্পোদ্যোগীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলে। এই প্রেক্ষিতে রাজস্থানে বিনিয়োগ করলে শিল্পোদ্যোগীদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব তাঁদের বলে আশ্বাস দিয়েছেন ভজনলাল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, “যাঁরা এই রাজ্যে বিনিয়োগ করেছেন, তাঁরা বাংলার শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা এই রাজ্যে শান্তিতে আছেন, লাভও করছেন। ফলে, এমন যত চেষ্টাই হোক, কেউ আর রাজস্থানে যাবেন না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)