Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Deucha Pachami

Deucha-Pachami: ডেউচার প্রতিবাদে মিছিল-সভা শহরে

‘নাগরিক সমন্বয় মঞ্চে’র ডাকে বুধবার শিয়ালদহ থেকে কলকাতা পুরসভা পর্যন্ত বৃষ্টির মধ্যে মিছিলে ছিলেন ডেউচার আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

ডেউচা-পাঁচামি প্রকল্পের প্রতিবাদে কলকাতায় মিছিল।

ডেউচা-পাঁচামি প্রকল্পের প্রতিবাদে কলকাতায় মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ০৫:০২
Share: Save:

ডেউচা-পাঁচামির কয়লা খনি প্রকল্পের প্রতিবাদে এবং ‘জল-জঙ্গল-জমি লুটে’র বিরোধিতায় শহরের পথে নামলেন জনজাতিদের প্রতিনিধি এবং অন্য নানা আন্দোলনের সঙ্গে যুক্ত নাগরিকেরা। ‘নাগরিক সমন্বয় মঞ্চে’র ডাকে বুধবার শিয়ালদহ থেকে কলকাতা পুরসভা পর্যন্ত বৃষ্টির মধ্যে মিছিলে ছিলেন ডেউচার আন্দোলনকারীদের প্রতিনিধিরা। মিছিল শেষে সভায় রতন হেমব্রম, সুশীল মুর্মু, কোকিলা মুর্মু, জবা মুর্মুরা ওই প্রকল্পের বিরুদ্ধে সরব হন। এসএসসি চাকরি-প্রার্থীদের আন্দোলনের তরফে হেমাবতী মান্ডি, ইন্দ্রজিৎ ঘোষ, ছাত্র-নেতা আনিস খানের ভাই সামসুদ্দিন খান, ফরাক্কা জমি আন্দোলনের জ়ুবেদ আলি, ‘আদিবাসী অধিকার রক্ষা মঞ্চে’র তরফে দেবলীনা হেমব্রম, সমন্বয় মঞ্চের তরফে আনিসুর রহমান, আইনজীবী শামিম আহমেদেরা ছিলেন ডেউচার আন্দোলনের প্রতি সংহতি জানাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deucha Pachami Coal Mine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE