Advertisement
E-Paper

শনিবার রাত থেকে রবি সকাল পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন, হবে রক্ষণাবেক্ষণের কাজ

দমদম স্টেশনের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সাত ঘণ্টা পাওয়ার ব্লক (বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা) হবে। ফলে শনিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:২২
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন। —ফাইল চিত্র।

দমদম স্টেশনের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সাত ঘণ্টা পাওয়ার ব্লক (বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা) নেওয়া হবে। ফলে শনিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় কিছুটা ব্যাহত হবে ট্রেন পরিষেবা। এই সময়ের মধ্যে চলাচল করা বেশ কয়েকটি লোকাল ট্রেনকে বাতিল করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপত্র পরিবর্তন করা হয়েছে। দু’টি ডাউন লোকাল ট্রেন শিয়ালদহ অবধি যাবে না বলেও জানানো হয়েছে পূর্ব রেলের তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে।

শনিবার বাতিল থাকছে শিয়ালদহ-ডানকুনি লোকাল (আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২)। রবিবার বাতিল থাকছে শিয়ালদহ-হাবড়া লোকাল (আপ ৩৩৬৫৩ আপ এবং ডাউন ৩৩৬৫৪), শিয়ালদহ-দত্তপুকুর লোকাল (৩৩৬১২ ডাউন), শিয়ালদহ-বনগাঁ লোকাল (আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৪), শিয়ালদহ-বারাসত লোকাল (আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২), শিয়ালদহ-ডানকুনি লোকাল (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ এবং ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)।

শনিবার বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসকে ডানকুনি-দমদম জংশন যাত্রাপথের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শনিবার উত্তরবঙ্গ এক্সপ্রেস বেলঘরিয়া স্টেশনে দাঁড়াবে। শনিবার পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সন্ধে ৭টা ৪৫-এর পরিবর্তে সা়ড়ে তিন ঘণ্টা দেরিতে, রাত ১১টা ১৫-য় ছাড়বে।

রক্ষণাবেক্ষণের এই কাজ চলার জন্য ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। আপ লোকাল ট্রেনটি (৩৩৮১৩) ওই স্টেশন থেকেই ছাড়বে। ৩৩৮১৪ বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত স্টেশন পর্যন্ত যাবে। ডাউন লোকাল ট্রেননি (৩৩৮১৫) বারাসত স্টেশন থেকেই ছাড়বে।

Eastern Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy