দুই দম্পতির অভিযোগ উঠেছিল সোমবার ও মঙ্গলবার। রাতভর নথি ঘেঁটে তাদের আসল বাবা-মায়ের কাছে ফেরানোর ব্যবস্থা করলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমে অভিযোগ মানতে না চাইলেও বুধবার ভুল স্বীকার করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু দু’টিকে সুস্থ করে, ডিএনএ পরীক্ষা করিয়ে বীরভূম ও বর্ধমানের মেমারির দুই দম্পতির কাছে ফেরানো হবে বলেও জানান হাসপাতাল সুপার উৎপল দাঁ। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ এসেছে। গাফিলতি প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’