আরজি কর-কাণ্ডের তদন্ত-মামলা কলকাতা হাই কোর্টে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার দফতরে আবেদন করে তারা। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানান নির্যাতিতার বাবা-মা। এর পরে তিন দিন কেটে গেলেও শুনানির তালিকায় ওঠেনি সেই মামলা। ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবার। আগামী ১৭ মার্চ আরজি কর মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। ফের একই আবেদন জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হবেন নির্যাতিতার মা ও বাবা। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আবেদন জানাতে পারেন আইনজীবী করুণা নন্দী।
গত সোমবার শীর্ষ আদালতে নিজেদের বক্তব্য জানিয়ে আবেদন করে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তারা। আবেদনে জানানো হয়, তারা চায় হাই কোর্টেই তদন্ত-মামলার শুনানি হোক। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যুনানির তালিকায় ওঠেনি সেই মামলা।
আরও পড়ুন:
কলকাতা হাই কোর্টে আগেই আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। তার পরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি খন্না। তাঁর বক্তব্য ছিল, একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার শুনানি দু’টি আদালতে চলতে পারে না! মামলার শুনানি কোন আদালতে চালাতে চান, তা ঠিক করে নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টকে জানাতে বলেছিলেন প্রধান বিচারপতি। নির্যাতিতার পরিবারের বক্তব্যের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
নির্যাতিতার পরিবারের আবেদন, কলকাতা হাই কোর্টেই দ্রুত শুনানি হোক এই মামলার। এই আবেদন জানিয়েই তাঁরা আগে দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতের। তবে তার পরে তিন দিন কেটে গেলেও শুনানির তালিকায় ওঠেনি মামলা। এই পরিস্থিতিতে আবার তারা শীর্ষ আদালতে আবেদন জানাবে।