Advertisement
২৫ এপ্রিল ২০২৪
inttuc

INTTUC: স্ট্যাম্প ভেন্ডারদের সংগঠনের দাবিকে সমর্থন জানালেন ঋতব্রত

সম্মেলনে হাজির হয়ে ভেন্ডারস সংগঠনের নেতাদের দাবিকে সমর্থন জানান ঋতব্রত। তিনি জানিয়েছেন, যেহেতু আইএনটিটিইউসি সমর্থিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে তাদের দাবিতে সরব রয়েছে, তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে হাজির ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি-র সভাপতি স্বপন সমাদ্দার, শ্রমিক নেতা শক্তি মণ্ডল ও ভেন্ডারদের সংগঠনের নেতা অশোক পালধি।

স্ট্যাম্প ভেন্ডারসদের সম্মেলনে বক্তৃতা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বপন সমাদ্দার ও শক্তি মণ্ডল।

স্ট্যাম্প ভেন্ডারসদের সম্মেলনে বক্তৃতা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বপন সমাদ্দার ও শক্তি মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৭:০৫
Share: Save:

স্ট্যাম্প ভেন্ডারদের সংগঠনের দাবিকে সমর্থন জানালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলায় উত্তর কলকাতা আইএনটিটিইউসি-র সদর দফতরে আয়োজিত হল সারা বাংলা স্ট্যাম্প ভেন্ডরাস অ্যাসোসিয়েশনের সম্মেলন। সেখানেই সংগঠনের সদস্যরা ছয় দফা দাবিতে সরব হন। সম্প্রতি তাঁরা ‘দি কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ’-এর কাছে একটি দাবি সনদ পেশ করেছিলেন। মূলত সম্মেলনে সেই দাবি-সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে হাজির হয়ে ভেন্ডারস সংগঠনের নেতাদের দাবিকে সমর্থন জানান ঋতব্রত। তিনি জানিয়েছেন, যেহেতু আইএনটিটিইউসি সমর্থিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে তাদের দাবিতে সরব রয়েছে, তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে হাজির ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি-র সভাপতি স্বপন সমাদ্দার, শ্রমিক নেতা শক্তি মণ্ডল ও ভেন্ডারদের সংগঠনের নেতা অশোক পালধি।

সংগঠনের সম্পাদক গণেশ সামন্ত বলেন, ‘‘আমাদের সভাপতি এসে সংগঠনের দাবিকে সমর্থন করায় কর্মীরা খুশি। আশা করব তাঁর নেতৃত্বেই আমরা নিজেদের দাবি আদায়ে সফল হব।’’ সংগঠনের মূল দাবি হল, ২০১২ সালের আইজিআর ও সিএসআরসি সিদ্ধান্ত বহাল রেখে ক্ষমতা অনুযায়ী, পাঁচ হাজার টাকার স্ট্যাম্প বাধ্যতামূলক ভাবে দলিলে লাগাতে হবে। ১০ টাকা বা ১০০ টাকার স্ট্যাম্প দিয়ে বাকি অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

inttuc INTTUC Leader Ritabrata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE