বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে রাতভর তল্লাশি চালাল সিবিআই। উদ্ধার প্রচুর নগদ টাকা, সোনা এবং হিরের গয়না। জানা যাচ্ছে, কিডনি পাচার সংক্রান্ত মামলায় ওই অভিযান।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধিদল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় আসে। শহরের নামী চিকিৎসক তপন জানার বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। চলে তল্লাশি। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ পর্যন্ত ওই অভিযান চলে। যদিও তদন্তকারীদের তল্লাশির সময়ে ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী, পেশায় চিকিৎসক বাড়িতে ছিলেন।
পুলিশের একটি সূত্রে খবর, সকালে ওই চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা, হিরে ও সোনার গহনা-সহ মূল্যবান রত্ন উদ্ধার করে নিয়ে যায় সিবিআই। পাশাপাশি হার্ড ডিস্ক এবং কিছু কাগজপত্র নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বস্তুত, শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। পুলিশের সাহায্য নিয়ে শুরু হয়েছিল অভিযান। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে ওই চিকিৎসকের বাড়িতে অভিযান হয়েছে। সে জন্য কলকাতা থেকে সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধিদল বর্ধমানে যায়।
আরও পড়ুন:
ওই চিকিৎসক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কর্মরত। তাঁর স্ত্রী কলকাতার একটি মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন। সিবিআই অভিযান শেষে চিকিৎসকের পরিবারের কেউ মুখ খুলতে চাননি। চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই চিকিৎসককে গ্রেফতার করেছে সিবিআই।