Advertisement
E-Paper

সেই বাঘ আবারও, থাবায় জখম তিন গ্রামবাসী

সকাল থেকে কখনও রব উঠল— বাঘ দেখা গিয়েছে, কখনও বা শোনা গেল— বাঘ ধরাই পড়ে গিয়েছে। দিনভর ছড়াল নানান ‘খবর’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৭:১৮
‘মোস্ট ওয়ান্টেড’ এই  রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়েই দিনভর নাটক চলল বাগঘোরায়। ফাইল চিত্র।

‘মোস্ট ওয়ান্টেড’ এই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়েই দিনভর নাটক চলল বাগঘোরায়। ফাইল চিত্র।

‘মোস্ট ওয়ান্টেড’ রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে শুক্রবার সকাল থেকে ফের টানটান উত্তেজনা মেদিনীপুরের জঙ্গলমহলে। সকাল থেকে কখনও রব উঠল— বাঘ দেখা গিয়েছে, কখনও বা শোনা গেল— বাঘ ধরাই পড়ে গিয়েছে। দিনভর ছড়াল নানান ‘খবর’। তার কতটা সত্যি, কতটা গুজব তার হদিশ এখনও বনকর্তারা করে উঠতে পারেননি। সত্যিসত্যি ‘তিনি’ এখন কোথায়, দিনের শেষে তা নিয়ে ধন্দেই পড়ে রইলেন বনকর্তারা।

জঙ্গলমহলে এখন ‘শিকার উৎসব’ চলছে। এ দিন সকাল ১০টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া অঞ্চলের বাগঘোরার জঙ্গলে তির-ধনুক নিয়ে শিকার করতে ঢোকেন ৬০-৭০ জনের একটি দল। ওই দলের দাবি, বাগঘোরার জঙ্গলে একটি ক্যানালের সামনে বাঘটিকে বসে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে থাকা তির ধনুক বার করার আগেই বাঘটি লাফিয়ে তিন জনকে আহত করে ক্যানালের ভিতর ঢুকে যায়। ফিরে এসে গ্রামে সে কথা জানান তাঁরা। খবর যায় বন দফতরে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিন কয়েক আগে স্থানীয় বনসুরক্ষা কমিটির সদস্যেরা দাবি করেছিলেন, বাগঘোরার জঙ্গলে তাঁরা বাঘ দেখেছেন। তার পর, শুক্রবার ফের সেখানেই বাঘ দেখা গিয়েছে খবর পেয়ে, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ছুটলেন বনকর্তা-বনকর্মীরা। সুন্দরবন থেকে বাঘ ধরতে আসা একটি দলও পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু বাঘের ‘টিকি’রও হদিশ পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এ বার ঝাড়গ্রামে লেন্সবন্দি নেকড়ে

বাঘের নয়া ডেরা বাগঘোরায়! জল্পনা

বাঘ দেখা নিয়ে এই বিভ্রান্তিকর অবস্থার মধ্যেই, দিনভর ছড়িয়েছে হরেক রকম গুজব। একদল দাবি করেছেন, বাঘ পড়ে গিয়েছে গর্তের মধ্যে। একদলের দাবি জাল দিয়ে বাঘটিকে প্রায় ধরে ফেলা গিয়েছিল, কিন্তু জাল কেটে নাকি বাঘ বাবাজি হাওয়া। কেউ কেউ আবার বাগঘোরার জঙ্গলে বিকেল পর্যন্ত বাঘের গর্জনও শুনেছেন। সারা দিন ধরেই চলল এই নাটক।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বাঘ দেখা গিয়েছে কি না তার কোনও সঠিক তথ্য নেই তাঁদের কাছে। যে ক্যানালে বাঘটিকে ঢুকতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা, সেই ক্যানালটিকে ঘিরে চলেছে দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু, বিকেল পর্যন্ত বাঘের দেখা মেলেনি। মেদিনীপুরের ডিএফও (ডিভিশনাল ফরেস্ট অফিসার) রবীন্দ্রনাথ সাহা বলেছেন, ‘‘এলাকার লোকজনের কাছে শুনেছি বাঘ দেখা গিয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’’

সপ্তাহ খানেক আগে গোয়ালতোড়ে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। গত বুধবার লালগড় রেঞ্জের মেলখেড়িয়া-মধুপুরের জঙ্গলে বাঘের মল পাওয়া গিয়েছিল। বন দফতরের কর্মীরা মোটামুটি নিশ্চিত ছিলেন, লালগড় রেঞ্জের জঙ্গলেই রয়েছে ডোরাকাটা। গত ৩ মার্চ লালগড়ের মেলখেড়িয়া ও মধুপুরের জঙ্গলে তিনটি ফাঁদ-খাঁচা বসানো হয়েছিল। প্রতিটি খাঁচায় একটি করে ছাগল ছিল। কিন্তু সপ্তাহ তিনেক কেটে গেলেও ফাঁদের টোপ গেলেনি বাঘ। বাঘের স্বাদ বদলাতে সাদা শুয়োরের টোপও দেওয়া হয়। কিন্তু, তাও বাঘ নাগালে আসেনি। বন দফতর সূত্রে খবর— লালগড়, গোয়ালতোড় থেকে ধেড়ুয়া, চাঁদড়া— বাঘ ধরতে সর্বত্রই নজর রেখেছে তারা।

Royal Bengal Tiger Lalgarh West Midnapore Forest Department রয়্যাল বেঙ্গল টাইগার বাগঘোরা Baghaura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy