Advertisement
৩০ এপ্রিল ২০২৪
WB Panchayat Election 2023

পঞ্চায়েতে উপ-সমিতি সক্রিয় করার ডাক  

RSP

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ০৯:১৩
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্ন ঘোষণা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। প্রথাগত ইস্তাহারের পথে না হেঁটে পঞ্চায়েত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নিজেদের ভাবনা প্রকাশ করল বাম শরিক আরএসপি। ‘প্রসঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০২৩’ শীর্ষক ওই পুস্তিকায় পঞ্চায়েতের উপ-সমিতি ধরে ধরে কাজের লক্ষ্য ঘোষণা করেছে তারা। আইন অনুযায়ী, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কাজ পরিচালনার জন্য অর্থ ও পরিকল্পনা, শিক্ষা ও জনস্বাস্থ্য, নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ, কৃষি ও প্রাণিসম্পদ বিকাশ এবং শিল্প ও পরিকাঠামো— এই পাঁচ বিভাগে পাঁচটি উপ-সমিতি গঠন করতে হয়। এক একটি উপ-সমিতিকে সক্রিয় করে তুলতে কী করা উচিত, তার রূপরেখাই পেশ করা হয়েছে আরএসপি-র ওই পুস্তিকায়। বামফ্রন্টের আবেদনের বাইরে পৃথক ভাবেই তারা এই পুস্তিকা তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করার পাশাপাশিই আরএসপি-র ওই পুস্তিকায় বলা হয়েছে, ‘পঞ্চায়েত ভোটের আগে চলছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পারস্পরিক দোষারোপের পালা। কেন্দ্র বলছে, দুর্নীতি হয়েছে বলে টাকা দেওয়া হবে না। রাজ্য তুলছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। তৃণমূল ও বিজেপির তরজার পালাগানে আড়াল হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্প-সহ পঞ্চায়েতের সব কাজে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের অধিকারের প্রসঙ্গ’। গ্রাম সাংসদ ও গ্রামসভাকে গুরুত্ব দেওয়ার কথাইে বলেছেন আরএসপি নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WB Panchayat Election 2023 RSP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE