উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের সব বই ইতিমধ্যে বেরিয়ে গেলেও এখনও বেরোয়নি সংস্কৃত বই। স্বাভাবিক ভাবেই, সংস্কৃত বিষয় হিসাবে রয়েছে এমন পড়ুয়ারা জানাচ্ছে, তৃতীয় সিমেস্টার শেষ হলেই চতুর্থ সিমেস্টারের পড়াশোনা শুরু হয়ে যাবে। কিন্তু কবে তারা বই পাবে, তা নিয়ে উদ্বেগ কাটছে না।
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের সংস্কৃত বই প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই। বই ছাপা হয় একটি বেসরকারি প্রকাশনা সংস্থার ছাপাখানায়। পড়ুয়ারা জানাচ্ছে, সংসদ এখনও পর্যন্ত সংস্কৃত বই বার করতে না পারলেওবেসরকারি কিছু প্রকাশনা সংস্থাসংস্কৃত বই বাজারে এনেছে। সেই বই ইতিমধ্যে কিনেছে পড়ুয়াদের একাংশ। তবে, সে ক্ষেত্রেও তাদের প্রশ্ন, বেসরকারি প্রকাশনা সংস্থার সংস্কৃত বইয়ের সঙ্গে সংসদের বইয়ের মিল থাকবে তো?
কারণ হিসাবে পড়ুয়ারা জানাচ্ছে, এই সমস্যায় তারা পড়েছিলতৃতীয় সিমেস্টারে। তখনও সংস্কৃত বই প্রকাশ করতে অনেক দেরিকরেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ। ফলে বহু পড়ুয়া বেসরকারি প্রকাশনা সংস্থার সংস্কৃত বই কেনে। কিন্তু পরে সংসদের সংস্কৃত বই বেরোলে দেখা যায়, দু’টি বইয়ের বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে।
সৌমেন দাস নামে এক পড়ুয়া বলে, ‘‘আগের বার এমন অভিজ্ঞতা হওয়ায় এ বার আরবেসরকারি প্রকাশনার বই কিনিনি। অপেক্ষা করছি সংসদের বইয়ের জন্য।’’ কিছু পড়ুয়া আবারজানাচ্ছে, কিছু দিন পরেই পুজোরছুটি পড়ে যাবে। পুজোর পরে বই বেরোলে চতুর্থ সিমেস্টারের জন্য পড়ার সময়ও থাকবে কম। ফলে,এক প্রকার বাধ্য হয়েই তারা বেসরকারি প্রকাশনা সংস্থার সংস্কৃত বই কিনছে।
ওই সব পড়ুয়াদের অভিভাবকদের মতে, প্রথম সিমেস্টার থেকেই তাঁদের ছেলেমেয়েদের বেশ কিছু বই পেতে দেরি হয়েছে। কেন বার বার তারা এমন হয়রানিতে পড়বে? প্রকাশকদের একাংশও জানাচ্ছেন, তৃতীয় সিমেস্টারেতাঁদের সংস্কৃত বইয়ের সঙ্গে সংসদের প্রকাশ করা বইয়ের বেশ কিছু জায়গায় ফারাক থাকায় তাঁদের প্রকাশিত বইগুলি তুলে নিতে হয়েছিল। এতে তাঁরা ক্ষতির মুখে পড়েন।
যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্তা জানান,বেসরকারি প্রকাশনা সংস্থার সংস্কৃত বই প্রকাশ করার কথা নয়। তারা তা করে থাকলে সেই দায়িত্বতাদেরই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘সংস্কৃত বই প্রায় প্রস্তুত।আশা করছি, পুজোর আগেই বই বেরোবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)