Advertisement
২৬ এপ্রিল ২০২৪
সাত্তোর-কাণ্ড

পিছিয়ে গেল সাক্ষ্যগ্রহণ

অভিযুক্ত চার পুলিশকর্মী উপস্থিত। কিন্তু, অনুপস্থিত অভিযোগকারীই। তাই পিছিয়ে গেল সাত্তোরের বধূ নির্যাতন-কাণ্ডের সাক্ষ্যগ্রহণ পর্ব। বৃহস্পতিবার মামলার সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় বলেন, ‘‘সিউড়ি সিজেএম আদালতে এ দিন মামলার সাক্ষ্য গ্রহণপর্ব শুরু হওয়ার কথা ছিল। নির্যাতিতার স্বামী অনপুস্থিত থাকায় বিচারক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আগামী ৬ অগস্ট ফের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।’’

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:৪২
Share: Save:

অভিযুক্ত চার পুলিশকর্মী উপস্থিত। কিন্তু, অনুপস্থিত অভিযোগকারীই।

তাই পিছিয়ে গেল সাত্তোরের বধূ নির্যাতন-কাণ্ডের সাক্ষ্যগ্রহণ পর্ব। বৃহস্পতিবার মামলার সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় বলেন, ‘‘সিউড়ি সিজেএম আদালতে এ দিন মামলার সাক্ষ্য গ্রহণপর্ব শুরু হওয়ার কথা ছিল। নির্যাতিতার স্বামী অনপুস্থিত থাকায় বিচারক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আগামী ৬ অগস্ট ফের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।’’ যদিও নির্যাতার স্বামীর দাবি, ‘‘আজ আদালতে সাক্ষ্যগ্রহণ ছিল, সেটা-ই তো জানা ছিল না। তবে, সিআইডি-র যে চার্জশিটের উপর ভিত্তি করে মামলা চলছে, সেই তদন্তই পক্ষপাতদুষ্ট। আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে গিয়েছি।’’

প্রসঙ্গত, সাত্তোরের এক বধূর বাপেরবাড়ি বর্ধমানের বুদবুদ থানার কলমডাঙায় গিয়ে পুলিশ এবং তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর উপরে বর্বরোচিত নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছিল। গত জানুয়ারির সেই ঘটনায় গত ৯ মার্চ সিউড়়ি আদালতে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে নাম ছিল পুলিশের স্পেশ্যাল অপারেশন্স গ্রুপের ওসি কার্তিকমোহন ঘোষ, দুই কনস্টেবল দীপক বাউড়ি ও কাশীনাথ দাস এবং ইলামবাজার থানার এক মহিলা কনস্টেবল আল্পনা লোহারের। বেশ কিছু অসঙ্গতি থাকায় ওই চার্জশিট আদালতের গ্রহণযোগ্যতায় নেননি বিচারক। নির্দেশ মতো নতুন করে তদন্ত করে ফের গত ৬ এপ্রিল চার্জশিট জমা দেয় সিআইডি। তাতে নতুন কোনও নাম না থাকলেও একটি জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছিল। এর পরে গত ৬ মে চার্জশিটে নাম থাকা চার পুলিশ কর্মীর বিরুদ্ধে ৩৪১, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩৫৪-সহ বেশ কিছু ধারায় চার্জ গঠিত হয়।

এ দিনই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। অভিযুক্ত ওসি কার্তিকমোহন ঘোষ-সহ চার পুলিশ কর্মী হাজিরও হয়েছিলেন। কিন্তু, অভিযোগকারী পক্ষেই কেউ উপস্থিত হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE