Advertisement
E-Paper

স্কুল পাঠ্যে মিলখা সিংহের বদলে ফারহান আখতারের ছবি ঘিরে বিতর্ক

শিশুপাঠ্যে মিলখা সিংহের কথা বলতে গিয়ে ছাপা হয়ে গেল ফারহানের ছবি। বইটিতে মিলখা সিংহ কে?— এই প্রশ্নের সঙ্গে যে ছবিটি ছাপা হয়েছে, সেটি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ফারহান আখতারের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ১৭:০৯
এই ছবি ঘিরেই বিতর্ক।

এই ছবি ঘিরেই বিতর্ক।

সালটা ছিল ২০১৩। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকদের। প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ফারহান আখতার। ছবিতে অ্যাথলিট মিলখা সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

এ বার শিশুপাঠ্যে মিলখা সিংহের কথা বলতে গিয়ে ছাপা হয়ে গেল ফারহানের ছবি। বইটিতে মিলখা সিংহ কে?— এই প্রশ্নের সঙ্গে যে ছবিটি ছাপা হয়েছে, সেটি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ফারহান আখতারের।

বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে এটি টুইট করেন ফারহান আখতার। টুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে উদ্দেশ্য করে। ছবিটি সরিয়ে নেওয়ার অনুরোধও জানান তিনি।

টুইট নজরে আসার পর তার উত্তরও দেন ডেরেক। বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: বয়স ৬২, অপরাধ ১১২, দিল্লির মহিলা ডন ‘মাম্মি’ অবশেষে জালে

অন্য দিকে, বিকাশ ভবন সূত্রে খবর, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছে। প্রথমে শোনা যাচ্ছিল এটি পঞ্চম শ্রেণির বই। তবে সরকারি বই নয়। পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা পাঠ্যবই পায় মূলত স্কুল শিক্ষা দফতর থেকে। বইটি শিক্ষা দফতরের নয়। বিকাশ ভবন সূত্রে জানানো হয়েছে, যত শীঘ্র সম্ভব বইটি কোন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, তা চিহ্নত করা হবে।

আরও পড়ুন: হকার-রাজ পুর ভবন ঘিরে, নীতি করবে কে

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর জানতে পড়ুন আমাদের রাজ্য বিভাগ।)

West Bengal School Farhan Akhtar Milkha Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy