আদালতের নির্দেশে ফের একাদশ-দ্বাদশের তথ্য যাচাই করবে এবং ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। তাই সুপ্রিম কোর্টকে দেওয়া নির্ধারিত সময় ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধা তালিকা বেরোনোর সম্ভাবনা কার্যত নেই। মেধা তালিকা বেরোতে আরও কিছুটা সময় লাগবে। বুধবার এসএসসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। এসএসসি-র এক কর্তা বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশে একাদশ-দ্বাদশের ১০০ জনের কিছু বেশি চাকরিপ্রার্থীর তথ্য যাচাই করে ইন্টারভিউ নিতে হবে। তারপর মেধা তালিকা বেরোতে ৭ জানুয়ারি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।’’ সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, নবম-দশমের তথ্য যাচাই সম্ভবত ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে।
এসএসসি সূত্রে খবর, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলে এসেছিল। এখন নতুন করে ফের কিছু প্রার্থীর ইন্টারভিউ করতে গেলে আবার ইন্টারভিউয়ের সূচি তৈরি করে বিশেষজ্ঞদের ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকতে হবে। ওই কর্তার মতে, নবম-দশমের তথ্য যাচাই ২৯ ডিসেম্বর নাগাদ শুরু হলেও তথ্য যাচাই ফের কিছু দিনের জন্য বন্ধ থাকবে। কারণ, যত দিন পর্যন্ত একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়ে মেধা তালিকা না বেরোবে, তত দিন পর্যন্ত নবম-দশমের তথ্য যাচাই করা সম্ভব নয়। ফলে নবম-দশমের ইন্টারভিউ শুরু হতেও দেরি হতে পারে। তবে নবম দশমের মেধা তালিকা প্রকাশের সময় ৩১ মার্চ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তাই ৩১ মার্চের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করবে এসএসসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)