Advertisement
২১ মে ২০২৪

ডিএ-র দাবিতে নবান্ন অভিযানে ধস্তাধস্তি

রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অভিযানের ডাক দেওয়ায় মঙ্গলবার নবান্নের চার পাশ কার্যত অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। তবু নবান্নের চার কিলোমিটারের আগেই বামেদের মিছিল আটকে দেওয়া হয়। সেখানে দু’পক্ষে ধস্তাধস্তি, মারামারি শুরু হয়ে যায়।

মিছিলে: বামেদের নবান্ন অভিযান। মঙ্গলবার হাওড়ার মহাত্মা গাঁধী রোডে। ছবি: দীপঙ্কর মজুমদার

মিছিলে: বামেদের নবান্ন অভিযান। মঙ্গলবার হাওড়ার মহাত্মা গাঁধী রোডে। ছবি: দীপঙ্কর মজুমদার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:২১
Share: Save:

রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অভিযানের ডাক দেওয়ায় মঙ্গলবার নবান্নের চার পাশ কার্যত অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। তবু নবান্নের চার কিলোমিটারের আগেই বামেদের মিছিল আটকে দেওয়া হয়। সেখানে দু’পক্ষে ধস্তাধস্তি, মারামারি শুরু হয়ে যায়। কো-অর্ডিনেশনের অভিযোগ, পুলিশ বেধড়ক লাঠি চালিয়েছে। তাতে আন্দোলনকারীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাঠি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বকেয়া ৫০% মহার্ঘ ভাতা (ডিএ) রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হচ্ছে না কেন, কবে দেওয়া হবে — মূলত এই প্রশ্নকে সামনে রেখেই এ দিন নবান্ন অভিযানের ডাক দেয়েছিল কো-অর্ডিনেশন কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন শহরের বাইরে থাকায় কো-অর্ডিনেশনের পক্ষ থেকে বিধানসভায় গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। রাজ্য যে এখন বকেয়া ডিএ দিতে পারবে না, তা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরে কো-অর্ডিনেশন কমিটির নেতা বিজয়শঙ্কর সিংহ বলেন, ‘‘বকেয়া ডিএ দেওয়ার জন্য সরকারের কাছে বারবার দরবার করেছি। মুখ্যমন্ত্রী সময় দেননি। লক্ষ লক্ষ সরকারি কর্মী আর্থিক ভাবে বঞ্চিত হচ্ছেন। তাই প্রতিবাদ জানাতে পথে নেমেছি।’’

আরও পড়ুন: হাত হারিয়ে গাছ রক্ষাই পণ বৃদ্ধের

পার্থবাবু জানান, বকেয়া ডিএ-র বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যথেষ্ট ভাবনাচিন্তা করছেন। ‘‘পুরো বকেয়া মেটাতে ১৬ হাজার কোটি টাকার বাড়তি দায়িত্ব নিতে হবে সরকারকে। রাজ্যের যা আর্থিক অবস্থা, তাতে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না,’’ বলেছেন শিক্ষামন্ত্রী।

কো-অর্ডিনেশনের নেতাদের দাবি, রাজ্য সরকার ভয় পেয়ে তাঁদের স্মারকলিপি নিয়েছে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কেউ রামের নামে তলোয়ার দেখিয়ে ভয় দেখাচ্ছে! কেউ বা নবান্ন অভিযান করে ভয় দেখাচ্ছে! কিন্তু রাজ্য সরকার কমজোরি নয়, অত সহজে ভয় পায় না।’’

নবান্ন অভিযানকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই সাজো সাজো রব ছিল গঙ্গার ও-পারে। ভিড় যে ভালই হয়েছিল, তা মানছে পুলিশ এবং রাজ্য প্রশাসনও। ভাল রকম ভিড় হতে পারে, এটা আঁচ করেই ডোমজুড়, সাঁকরাইলের মতো হাওড়ার গ্রামীণ এলাকার একাধিক থানা থেকে পুলিশ তুলে আনা হয়েছিল। নবান্ন যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান হাওড়া সিটি পুলিশের কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE