E-Paper

বর্ষায় রেল পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ পদক্ষেপ শিয়ালদহ ডিভিশনের 

উপকূলবর্তী এবং নদী তীরবর্তী এলাকার স্টেশনগুলিতে বসানো হচ্ছে হাওয়ার গতিবেগ মাপার যন্ত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ০৮:৫৪
ট্রেন চলাচল মসৃণ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

ট্রেন চলাচল মসৃণ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। —প্রতীকী চিত্র।

চলতি বছরে নির্দিষ্ট সময়ের কিছু আগেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। সে কথা মাথায় রেখে
প্রতিকূল আবহাওয়ায় ট্রেন চলাচল মসৃণ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। গত বছর বৃষ্টি এবং জল জমার জেরে ৫৪টি ক্ষেত্রে রেললাইনে সমস্যা দেখা দিয়েছিল। এ বার বর্ষা এগিয়ে আসায় আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং ইয়ার্ডে বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র বসিয়েছে রেল। এর সঙ্গে উপকূলবর্তী এবং নদী তীরবর্তী এলাকার স্টেশনগুলিতে বসানো হচ্ছে হাওয়ার গতিবেগ মাপার যন্ত্র।

গত মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনে বর্ষার প্রস্তুতি-বৈঠকে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে রাতে মেরামতির কাজ চালাতে ডিজ়েলচালিত জেনারেটর এবং পাম্প সেট প্রস্তুত রাখতে হবে। রেললাইনের মাটি ধুয়ে যাওয়া ঠেকাতে বোল্ডার, পাথর মজুত করার পাশাপাশি সংলগ্ন এলাকার নিকাশি নালা এবং খাল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যানিং, ডায়মন্ড হারবার, বসিরহাটের মতো এলাকায় ঝড়ের বিপদ এড়াতে বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, বারাসত, ব্যারাকপুর-সহ ন’টি জায়গায় বাতাসের গতি মাপতে অ্যানিমোমিটার বসানো হচ্ছে। আচমকা ভারী বৃষ্টির পরিমাণ সম্পর্কে হদিস পেতে সোনারপুর, বারাসত, বনগাঁ, রানাঘাট, ব্যারাকপুরে রেনগেজ যন্ত্র বসানো হয়েছে। এ ছাড়া, গাছ পড়া ঠেকাতে বিভিন্ন স্টেশন সংলগ্ন গাছের ডাল ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছে। ওভারহেড তারের বিপত্তি ঠেকাতে দু’টি টাওয়ার ভ্যান সর্বক্ষণ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ২০৪টি স্টেশন এবং ১২৪টি কম উচ্চতার সাবওয়েতে থাকবে বিশেষ নজরদারি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sealdah station Indian Railway

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy