E-Paper

নিরাপত্তা বাড়ানো হল ডাক্তার হস্টেলে

হস্টেলের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যালের সহকারী সুপার বিপ্লব হালদারের দাবি, তার ছিঁড়ে যাওয়ায় হস্টেল ভবনের পিছনের কয়েকটি নজর-ক্যামেরা কাজ করছে না।

গৌর আচার্য 

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৯:৩৭
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর উপরে নির্যাতনের প্রেক্ষিতে এ বার রায়গঞ্জ মেডিক্যালের ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে নিরাপত্তা বাড়াচ্ছেন মেডিক্যাল কর্তৃপক্ষ। মেডিক্যাল সূত্রের খবর, এ বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, হস্টেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। রাত ১১টার পরে মহিলা ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের উপযুক্ত কারণ ছাড়া, হস্টেল থেকে না বেরোতে বার্তা দেওয়া হয়েছে। তবে, কড়াকড়ির মাঝেমেডিক্যাল চত্বরে ওই হস্টেল ভবনের পিছনের দিকে চারটি নজর-ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে কেন, উঠেছে প্রশ্ন।

পাঁচ তলা ওই হস্টেলের তিন তলা ও চার তলায় পৃথক পরিকাঠামোয় মহিলা ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক মিলিয়ে প্রায় ৬০ জন থাকেন। দোতলা ও পাঁচ তলায় পুরুষ ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের থাকার ব্যবস্থা রয়েছে।

হস্টেলের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যালের সহকারী সুপার বিপ্লব হালদারের দাবি, তার ছিঁড়ে যাওয়ায় হস্টেল ভবনের পিছনের কয়েকটি নজর-ক্যামেরা কাজ করছে না। সেগুলি মেরামতি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। বিপ্লবের অবশ্য বক্তব্য, “ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে সব সময়ই কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। রাতে সেখানকার ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের মেডিক্যাল ভবনে ডিউটিতে যেতে হয়। তাই মেডিক্যাল চত্বরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা রয়েছে।” সূত্রের দাবি, দুর্গাপুর-কাণ্ডের পরে ওই হস্টেলে অতিরিক্ত ২০ জনেরও বেশি পুরুষ ও মহিলা নিরাপত্তা রক্ষীকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক-শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আর জি-কর কাণ্ডের পরেও ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তবে, পরে তা শিথিল হয়ে যায়। এ বার থেকে যাতে ওই হস্টেল নিয়মিত কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যেই থাকে, সে বিষয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে এবং পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Raiganj Medical College raiganj

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy