Advertisement
০৩ মে ২০২৪
State News

জাহাজে আরও সংক্রমণ, আতঙ্ক

বিনয় সরকার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছেলে। তাঁর মা চন্দ্রা জানালেন, কয়েক দিনের মধ্যেই ছেলের ফেরার কথা।

প্রধানমন্ত্রীর কাছে উদ্ধারের আবেদন জাহাজ-বন্দিদের। ছবি: পিটিআই

প্রধানমন্ত্রীর কাছে উদ্ধারের আবেদন জাহাজ-বন্দিদের। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০২
Share: Save:

ডায়মন্ড এক্সপ্রেসের যাত্রী ও ক্রুদের আতঙ্ক আরও বাড়িয়ে দিল সোমবার সকালে জাহাজ ক্যাপ্টেনের ঘোষণা— জাহাজের আরও ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের চিহ্ন মিলেছে! জাপানের রাজধানী টোকিয়োর কাছে এক বন্দরে দাঁড়িয়ে আছে জাহাজ। সেখানকার ভারতীয় কর্মী বিনয় সরকার সোমবার সকালে ফোনে এই কথা জানালেন। বিনয় ছাড়াও আর ৬ বাঙালি কর্মী আটকে ওই জাহাজে। তাঁদের মধ্যে মুর্শিদাবাদের এক যুবক ও দার্জিলিঙের এক তরুণী এ দিন জানান, মানসিক ভাবে ভেঙে পড়ছেন তাঁরা। কেন তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে আরও এক বার সরকারের কাছে তাঁদের অনুরোধ, ‘‘ফেরানোর ব্যবস্থা করুন।’’ ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে আবেদন জানান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

বিনয় সরকার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছেলে। তাঁর মা চন্দ্রা জানালেন, কয়েক দিনের মধ্যেই ছেলের ফেরার কথা। মুর্শিদাবাদের যুবকের কথায়, ‘‘১২ তারিখ বাড়ি যাওয়ার কথা ছিল, টিকিটও কাটা। বিয়েও ঠিক।’’ বিনয়দের প্রশ্ন— এত দিন হয়ে গেল, সরকার কেন কিছু করছে না? এ দিন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, বিষয়টি বিদেশ মন্ত্রক গুরুত্ব দিয়েই দেখছে। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন।

আরও পড়ুন: ভোটের টানে নয়া ১১ প্রকল্প রাজ্য বাজেটে

করোনা-প্রভাবিত দেশ থেকে এ রাজ্যে আগত বিমানযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২। এর মধ্যে তিন জন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে কলকাতার এক মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন স্বাস্থ্য কর্তারা। সোমবার আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরে ই মেল পাঠিয়ে ক্ষমা চেয়েছেন ওই মহিলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Novel Coronavirus Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE