ওড়িশায় কলেজে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ এবং তাঁর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে বৃহস্পতিবার দিল্লিতে পথে নামল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। ওড়িশার উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে নয়াদিল্লিতে ‘ওড়িশা ভবনে’র সামনে বিক্ষোভ দেখিয়েছে তারা। সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, যুগ্ম সম্পাদক সুভাষ জাখর, ঐশী ঘোষ-সহ ৫০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ওড়িশার ওই ঘটনা, দক্ষিণ কলকাতা আইন কলেজে গণধর্ষণের অভিযোগ-সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এ দিন দেশ জুড়ে প্রতিবাদ দেখিয়েছে এসএফআই। সংগঠনের অভিযোগ, ‘নরেন্দ্রী মোদীর সরকারের আমলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে হেনস্থা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। কর্তৃপক্ষ পদক্ষেপ করেন না।’ পশ্চিমবঙ্গে ছাত্র সংসদের দফতরগুলিকে অবৈধ কাজে তৃণমূল ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে তারা। এই প্রেক্ষিতে অপরাধীদের কঠোর শাস্তি, প্রতিটি ক্যাম্পাসে যৌন নির্যাতনের বিরুদ্ধে কমিটি গঠন-সহ বিভিন্ন দাবিতেও সরব হয়েছে এসএফআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)