জনসংযোগ ফিরে পেতে মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিকে বলো’ শুরু করতেই তাঁর দিকে প্রশ্ন-বাণ ছুড়ে চলেছে সিপিএম ও তাদের নানা সংগঠন।
এ বার মুখ্যমন্ত্রীর উদ্দেশে হাফ ডজন প্রশ্ন তুলল এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের প্রশ্নাবলির মধ্যে আছে, নানা আশ্বাস সত্ত্বেও সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পড়াশোনার খরচ কেন বেড়েইে চলেছে? মাদ্রাসায় কেন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নেই, জঙ্গলমহলের কলেজগুলি কেন শিক্ষকের অভাবে ভুগছে? কলেজের পরিচালন সমিতি বা ছাত্র সংসদে নির্বাচন হয় না কেন, কেনই বা খুন হওয়া ‘ছাত্র-শহিদেরা’ বিচার পাননি?
কলেজে ভর্তির জন্য আদায় করা টাকা ফেরত চাইতে পড়ুয়ারা তৃণমূলের কার্যালয় না দলের নেতাদের বাড়ি যাবেন, সেই প্রশ্নও রাখা হয়েছে সেখানে!