রাজ্যে ট্যাবের টাকা ‘বেহাত’ হওয়ার ঘটনা নিয়ে জেলায় জেলায় প্রতিবাদের পরে এ বার কলকাতায় পথে নামল এসএফআই। ‘ট্যাবের টাকা কোথায় গেল’, প্রশ্ন তুলে কেন্দ্রীয় ভাবে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্য্যীর নেতৃত্বে সোমবার শিয়ালদহ স্টেশন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল ছিল তাদের। মিছিল শেষে কলেজ স্ট্রিট মোড়ে পথ অবরোধ করেন এসএফআইয়ের সদস্য-সমর্থকেরা।
দেবাঞ্জনের বক্তব্য, “পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির মোড়কে মুড়ে ফেলতে চাইছে সরকার। সরকারি পয়সা তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলে নিয়ে যাওয়ার রাস্তা মসৃণ করার চেষ্টা হচ্ছে। শুধু ট্যাব দুর্নীতি নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে ক্যাগের রিপোর্টে, ম্যাকাউটে ২০০ কোটি টাকার দুর্নীতি! শিক্ষামন্ত্রী কোথায়? তাঁর কাজ কি শুধু দুর্নীতিতে মদত দেওয়া?” এরই পাশাপাশি, ‘সংবিধান দিবস’কে সামনে রেখে ফের পথে নামছে চাকরি-প্রার্থীদের মঞ্চ। সংবিধানে স্বীকৃত অধিকারের দাবি তুলে ২০২২ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আজ, মঙ্গলবার মিছিলের ডাক দিয়েছে। প্রাথমিকে ৫০ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিয়ালদহ স্টেশনের সামনে জমায়েত করার কথা তাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)