পুজোর আগে গ্রাহকদের জন্য বিশেষ ‘উপহার’ নিয়ে এল শ্যাম সুন্দর জুয়েলার্স। হাতে তৈরি ঐতিহ্যবাহী, সাবেকির পাশাপাশি আধুনিক নকশার গয়না মিলবে তাদের বিপণিতে। আর সেই গয়নার উপরে থাকবে বিশেষ ছাড়। শারদীয় ‘স্বর্ণ সম্ভার ২০২৫’ শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি বছরই পুজোর আগে গয়নার এই বিশেষ প্রদর্শনী করে শ্যাম সুন্দর জুয়েলার্স। এ বার সেই প্রদর্শনী ২৩ বছরে পা দিতে চলেছে।
শ্যাম সুন্দর জুয়েলার্সে বিয়ের গয়না, হালকা ওজনের হিরের গয়না, গ্রহরত্ন, মূল্যবান পাথরের গয়না— সবের উপরেই মিলবে বিশেষ ছাড়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহারও পাবেন গ্রাহকেরা। সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড়। যে কোনও হিরের গয়নার মজুরিতে থাকছে ৭৫ শতাংশ ছাড়। গ্রহরত্নের মূল্যে থাকছে ১৫ শতাংশ ছাড়। এ ছাড়াও থাকছে লাকি ড্রয়ের সুযোগ। ওই লাকি ড্রয়ের মাধ্যমে গ্রাহকদের মধ্যে থেকে বাছাই করা হবে পুরস্কারপ্রাপকের নাম। পুরস্কার হিসাবে থাকছে পাঁচটি স্কুটার। শারদীয় ‘স্বর্ণ সম্ভার’ এবং ‘চমকভরা ধনতেরাসে’ মিলিত ভাবে এই পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়াও বছরের অন্যান্য সময় যে সব সুবিধা এবং পরিষেবা মেলে শ্যাম সুন্দর জুয়েলার্সে , সেগুলিও পাওয়া যাবে। যেমন পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যে কোনও হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ছাড়ের প্রকল্প)-র সুবিধাও পাবেন গ্রাহকেরা।
সম্প্রতি নলিন সরকার স্ট্রিট পুজো মণ্ডপে দুর্গার নির্মীয়মাণ প্রতিমার সামনে বিশেষ ‘স্বর্ণ সম্ভার’ সংগ্রহ ‘শক্তিরূপিণী’ উন্মোচন করেন শিল্পী সনাতন দিন্দা এবং সংস্থার দুই অধিকর্তা অর্পিতা সাহা ও রূপক সাহা। শারদীয় ‘স্বর্ণসম্ভার ২০২৫’ কলকাতা (গড়িয়াহাট, বেহালা এবং বারাসত) এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর)-য় শ্যাম সুন্দর জুয়েলার্সের সমস্ত বিপণিতে মিলবে।