সিদ্দিকউল্লা চৌধুরির বিক্ষোভের জেরে আটকে পড়েছিল কোভিড টিকার গাড়ি। তাই নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিংহ। রাজ্যে ঠিকমতো সরকার চললে উনি গ্রেফতার হতেন বলে বর্ধমানে মুষ্টিভিক্ষা অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি।
বৃহস্পতিবার বর্ধমানের আমরা গ্রামে কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে শস্যভিক্ষা কর্মসূচিতে যোগ দেন রাহুল। গ্রামের কৃষক পরিবারগুলি থেকে চাল, ডাল, আলু সংগ্রহ করেন। জানান, পরের বার অমিত শাহ যখন রাজ্যে আসবেন, তখন এই চালের খিচুড়ি প্রসাদ সবাই গ্রহণ করবেন। গ্রামের বাসিন্দা শিবপ্রসাদ মাজি, শ্যামলী মাঝি, কৃষ্ণা পাকরে, পদ্মা বাগ, শ্যামলী দাস, প্রিয়াঙ্কা নায়েকরা জানান, রাহুল তাঁদের সমস্যা শুনেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেই সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এর পর পরেশচন্ত্র দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রাহুল-সহ স্থানীয় বিজেপি নেতারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তীব্র আক্রমণ করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। তিনি বলেন, ‘‘উনি কৃষকদের জন্য কী করেছেন? টিকা একটা জরুরি বিষয়। সবার প্রয়োজন। সেই গাড়ি আটকে উনি ক্ষমা চাননি কেন? রাজ্যে সরকার ঠিক ভাবে চললে উনি গ্রেফতার হতেন।’’