প্রত্যাশামতোই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে। বুধবার সর্বভারতীয় তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুরের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানেই সভাপতি পদ থেকে শিশিরবাবুকে সরিয়ে দেওয়ার কথা জানা গিয়েছে। নতুন সভাপতি হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা পিংলার বিধায়ক সৌমেন মহাপাত্র। শিশিরকে নতুন কমিটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের সাংগঠনিক রীতি অনুযায়ী সভাপতিই জেলা কমিটি পরিচালনা করেন। চেয়ারম্যান নামেই।
প্রথমে শিশিরের মেজ ছেলে শুভেন্দু এবং পরে ছোট ছেলে সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দেওয়ায় মনে করা হচ্ছিল, কিছুদিনের মধ্যেই শিশিরকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবেন তৃণমূল শীর্ষনেতৃত্ব। মঙ্গলবারই কাঁথির সাংসদকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, এবার তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরানো শুধু সময়ের অপেক্ষা। সেই আশঙ্কা সত্যি করে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে ডানা ছাঁটা হল এই অশীতিপর রাজনীতিকের।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে অধিকারীদের ‘বিরোধী’ বলেই পরিচিত নতুন সভাপতি সৌমেন। ইতিহাস বলছে, ২০১৬ সালের বিধানসভা ভোটে তমলুক আসন থেকে সরিয়ে সৌমেনকে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পাঠানো হয়েছিল অধিকারীদের ‘আপত্তি’-র কারণেই।