অনশনে বসে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এখনও পর্যন্ত মোট ছ'জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলও। তাঁকে বিকেলে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না, যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রি-প্যানেলের ব্যবস্থা করতে হবে, যাচাই করে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করার পরে তা প্রত্যয়িত করতে হবে এসএসসিকে ইত্যাদি একাধিক দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থানমঞ্চে ‘আমরণ অনশনে’ বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন ১০ জন শিক্ষক।
আরও পড়ুন:
রবিবার ছিল অনশনের তৃতীয় দিন।সকালেই অসুস্থ হয়ে পড়েন বলরাম বিশ্বাস নামের এক অনশনকারী। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। আরজি করে ভর্তি করানো হয় আরও চার অনশনকারী সুকুমার সরেন, অচিন্ত্য দাস, বিকাশ রায় এবং মানিক মজুমদারকে। জানা গিয়েছে, চিন্ময়ের রক্তে শর্করার পরিমাণ অনেকটাই কমেছে। মূত্রে বেড়েছে কিটন বডির পরিমাণ। বাকিদের কারও পেটে যন্ত্রণা কারও রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে।
এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, কারও কিছু হয়ে গেলে দায়ী থাকবে সরকার।