শীত চলে গিয়েছে সেই কবে! এপ্রিল মাসও অতিক্রান্ত। দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে, তখন তুষারের চাদরে ঢাকল দার্জিলিঙের সান্দাকফু। যে দিকে চোখ যায়, শুধু বরফ আর বরফ। বরফের চাদরে ঢেকেছে সিকিমের একাংশও।
বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিঙের সান্দাকফু, সিকিমের ছাঙ্গু, নাথুলা-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। তুষারপাতের জেরে দার্জিলিঙের পার্বত্য এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। সিকিমের আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন-চার দিন এই ধরনের তুষারপাত চলবে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা বলেন, ‘‘তুষারপাত হওয়ার কথাই ছিল। সান্দাকফু-সহ সিকিমেও তুষারপাত হচ্ছে। আগামী তিন-চার দিন এই পরিস্থিতি থাকবে।’’
গত দিন দু’য়েক দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা খানিক কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবারের পরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় চলতে পারে হালকা বৃষ্টি। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদেরা।