বিশ্বভারতীর ঘটনা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন এ বঙ্গের বিদ্বজ্জনদের একাংশ। শান্তিনিকেতনে ‘বেদনাদায়ক’ পরিবেশের অবসান চেয়ে বৃহস্পতিবার একটি খোলা আবেদন প্রকাশ করেছেন তাঁরা।
শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে এ সপ্তাহের শুরুতেই সেখানে অশান্তির আবহ তৈরি হয়। শেষ পর্যন্ত ধুন্ধুমার বাধে বিশ্বভারতী চত্বরে। সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। সেই প্রেক্ষিতেই এ বার খোলা আবেদন জানালেন শঙ্খ ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ ২৬ জন।
ওই আবেদন লেখা হয়েছে, ‘‘রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী নিকট সময়ে যে কর্মকাণ্ড এবং ঘটনাবলীর মধ্য দিয়ে চলেছে, তা ক্রমাগত আমাদেরর হৃদয় ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু অতি সম্প্রতি উপযুক্ত ঐকমত্য ও সহযোগিতার প্রস্তুতি ছাড়াই কর্তৃপক্ষের বিশ্বভারতীর সীমানাপ্রাচীর নির্মাণ, তার ফলে এক অরাজক ভাঙচুর এবং পরবর্তী সময়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, বিশ্বকবির আশ্রম তাতে রাজনীতির কাদামাখা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে।’’