Advertisement
২১ মে ২০২৪

কংগ্রেস বাঁচাতে বলেছি, ব্যাখ্যা দিলেন সোমেন

বঙ্গ কংগ্রেসের কোন পথে হাঁটা উচিত, শুক্রবার প্রদেশ নেতাদের কাছ থেকে তা নিয়ে মত জানতে চেয়েছিলেন রাহুল গাঁধী। সেখানে এই মতই দিয়েছিলেন সোমেনবাবু।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০৩:৩৬
Share: Save:

দলের স্বার্থ দেখলে সিপিএমের সঙ্গেই জোটে থাকা প্রয়োজন। আর ভোটের স্বার্থে আশু লাভ দেখলে তৃণমূলের সঙ্গে জোট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় দলের কর্মীদের কাছে এই মত স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র।

বঙ্গ কংগ্রেসের কোন পথে হাঁটা উচিত, শুক্রবার প্রদেশ নেতাদের কাছ থেকে তা নিয়ে মত জানতে চেয়েছিলেন রাহুল গাঁধী। সেখানে এই মতই দিয়েছিলেন সোমেনবাবু। কিন্তু কেন তিনি তৃণমূলের সঙ্গে জোটের সওয়াল করছেন, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে দলের কর্মীদের একাংশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল সোমেনবাবুকে। সেই ‘বিভ্রান্তি’ কাটাতে রবিবার ফেসবুকে কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁর বক্তব্য, তৃণমূলই দল ভাঙিয়ে এ রাজ্যে কংগ্রেসকে খতম করছে। এমতাবস্থায় তাঁর মত, ‘‘তৃণমূলের সঙ্গে জোটের কথা বলিনি। এখনই ভোটের জেতার জন্য হলে এ রাজ্যের শাসক দলের সঙ্গে যাওয়া দরকার। আর দলটাকে বাঁচাতে হলে সিপিএমের সঙ্গে আপাতত জোট রেখে পরে নিজের পায়ে দাঁড়াতে হবে।’’ যে ভাবে কংগ্রেসকে তৃণমূল ভাঙছে, তাতে তাঁরা ‘ভীত’ বলেও মন্তব্য করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তবে এই পরিস্থিতির জন্য তাঁরাও যে দায়ী, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সোমেনবাবু। কারণ, তৃণমূলের সঙ্গেও কংগ্রেস জোট করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Somen Mitra Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE