Advertisement
E-Paper

পুজোর কলকাতায় রাহুলের সফরসূচি নিয়ে দিল্লিতে বৈঠক সোমেন মিত্রের

কবে বাংলায় আসছেন রাহুল গাঁধী, কী হবে তাঁর কর্মসূচি— সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে এআইসিসি নিযুক্ত পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে এই বৈঠক হয়। দিন পাঁচেকের মধ্যেই রাহুলের সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ২২:৫৭
দিন পাঁচেকের মধ্যেই রাহুলের সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন। নিজস্ব চিত্র।

দিন পাঁচেকের মধ্যেই রাহুলের সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন। নিজস্ব চিত্র।

কবে বাংলায় আসছেন রাহুল গাঁধী, কী হবে তাঁর কর্মসূচি— সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে এআইসিসি নিযুক্ত পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে এই বৈঠক হয়। দিন পাঁচেকের মধ্যেই রাহুলের সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী যে এ বার পুজোর সময়ে কলকাতায় আসবেন এবং কলেজ স্কোয়্যারের পুজো মণ্ডপে যাবেন, তা আগেই নির্ধারিত হয়েছিল। কংগ্রেস সূত্রে জানানো হয়েছিল, মহাষ্টমীতে কলেজ স্কোয়্যারের পুজো মণ্ডপে যাবেন রাহুল। পুজোর সময়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কলকাতায় আসছেন এবং পুজো উপলক্ষেই তাঁর কর্মসূচি নির্ধারিত হচ্ছে— এমনটা কিন্তু বেশ বিরল দৃশ্য। তাই এ বার পুজোয় রাহুল গাঁধীর কলকাতা সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের নানা মহলে।

পুজোয় রাহুল গাঁধীর কলকাতা সফরকে বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাইছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও। সফরসূচি তাই একটু আগে থেকে চূড়ান্ত করে ফেলে রাজনৈতিক আয়োজন সেরে ফেলতে চাইছেন সোমেন মিত্র। দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস সদর দফতরে গৌরব গগৈ এবং তাঁর সহকারী বি পি সিংহের সঙ্গে সোমেন মিত্রের বৈঠকে এ দিন তাই রাহুলের সফরসূচির বিষয়ে আলোচনা হয়। রাহুল কবে কলকাতায় আসবেন, কোথায় কোথায় যাবেন, কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, সে সব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিল্লির নিদানে পুজোর আগেই বৈঠকে সোমেন

আরও পড়ুন: কৈলাস-মুকুলের সেই ‘ফোনালাপ’, শুনুন কী বললেন

সেমোন মিত্র দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘কিছু সাগঠনিক বিষয় নিয়ে গৌরব গগৈয়ের সঙ্গে কথা হয়েছে। রাহুল গাঁধীর সফরসূচি নিয়েই কথা হয়েছে। সফরসূচির একটি খসড়া রাহুল গাঁধীকে পাঠানো হবে। তাঁর কথা অনুযায়ীই সফরসূচি স্থির করে রাজ্যের কংগ্রেসকে জানানো হবে।’’ ৭ বা ৮ অক্টোবর নাগাদ রাহুল গাঁধীর কলকাতা সফরের চূড়ান্ত সূচি জানা যাবে বল সোমেন মিত্র জানিয়েছেন।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

Somen Mitra Rahul Gandhi Congress BJP Durga Puja 2018 রাহুল গাঁধী সোমেন মিত্র AICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy