ভালবাসার মরসুমে সোনুর রোম্যান্টিক কণ্ঠের জাদুতে ভাসল কলকাতা। ‘বেঙ্গল ওয়েব সলিউশন এবং হোয়াইটলাইট ক্রিয়েশনস’–এর উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি, অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হয় ‘দ্য টাইমলেস সোনু’। সোনু নিগমের অনুষ্ঠান মানেই দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এ বারেও তার অন্যথা হয়নি। নব্বইয়ের দশক থেকে শুরু করে সমসাময়িক হিন্দি ও বাংলা গানে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন সোনু।

শুধু প্রেমের গানই নয়, সোনুর গাওয়া বিভিন্ন স্বাদের সব গানগুলিই সব সময়ে মানুষের মন জয় করেছে। তাঁর অগণিত হিট গানের মধ্যে বিশেষ স্থান পেয়েছে বেশ কিছু বাংলা গানও। তাই কনসার্টেও দর্শকদের আবদার মেটাতে সোনুর কণ্ঠে শোনা গিয়েছে ‘সাত পাকে বাঁধা’ সিনেমার গান ‘বলো, পিয়া..’। শুধু তা-ই নয়, গানের সঙ্গে হুক স্টেপ মিলিয়ে ‘মুনওয়াক’ করেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

কনসার্টে ছিল উপচে পড়া ভিড়। সোনুর সুরের জাদুতে গা ভাসাতে ভিড় জমিয়েছিলেন প্রায় ১২ হাজার শ্রোতা।

একের পর এক হিট গানে মজে গিয়েছিলেন প্রত্যেকেই। তবে অনুষ্ঠান চলাকালীন কিছু দর্শক বারবার উঠে দাঁড়িয়ে পড়ছিলেন। দর্শকদের এই বিশৃঙ্খলার কারণে মেজাজ হারিয়ে ফেলেন সোনু। তবে কিছু ক্ষণের মধ্যেই পরিবেশ শান্ত করে নিজের ছন্দে ফিরে আবারও তাঁর সুরের জাদুতে মাতিয়ে তোলেন দর্শকদের।

আয়োজক সংস্থার তরফে বলা হয়, “এ রকম খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান আগে কলকাতায় হয়েছে বলে জানা নেই। অভূতপূর্ব সাড়া মিলেছে দর্শকদের কাছ থেকে। সকলেই নিজের পছন্দের গায়কের কণ্ঠ এত কাছ থেকে শুনতে পেয়ে খুব খুশি। প্রিয় শিল্পীকে কাছ থেকে প্রত্যক্ষ করার এমন দারুণ সুযোগ কেউ-ই হাতছাড়া করেননি।”
এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।