Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঝাঁটা হাতে অভিযানে সৌগত, প্রশ্ন তৃণমূলে

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের আনুষ্ঠানিক সূচনায় স্থানীয় সাংসদ হিসাবে হাজির ছিলেন সৌগতবাবু।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তৃণমূল সাংসদ সৌগত রায়।— নিজস্ব চিত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তৃণমূল সাংসদ সৌগত রায়।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:১৬
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের পরিকল্পনা করেছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফে সব রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল স্বচ্ছতার অভিযানে অংশ নিতে। পত্রপাঠ না বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সপ্তমীর দিনে কলকাতা বিমানবন্দরে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রাজ্যের শাসক শিবিরে বিতর্কের বোধন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়!

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের আনুষ্ঠানিক সূচনায় স্থানীয় সাংসদ হিসাবে হাজির ছিলেন সৌগতবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া, সিআইএসএফ এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্তারাও। স্থানীয় কিছু শিল্পীকে এনে এবং বাউল গানে মনোরঞ্জনের ব্যবস্থাও ছিল।

দমদমের সাংসদ সৌগতবাবু অবশ্য ওই অনুষ্ঠানে কেন্দ্রের প্রকল্পের বিষয়ে কোনও কথা বলেননি। বরং তিনি টেনে আনেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রসঙ্গ। সৌগতবাবু বলেন, ‘‘মহাত্মা গাঁধী দেশকে শিখিয়েছেন, কী করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হয়। যখন চারিদিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সময় স্বচ্ছ পরিবেশ মানুষকে যেমন সুস্থ ও সবল রাখবে। কোনও শহরের বিমানবন্দর সেই শহরের আয়না। তাই তাকে পরিচ্ছন্ন রাখতেই হবে।’’ বক্তব্য নিরীহ হলেও রাজ্য সরকারের প্রত্যাখ্যান করা একটি প্রকল্প বা অভিযানে শাসক দলের সাংসদ কেন গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে।

শাসক দলের এক প্রথম সারির নেতার কথায়, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, নির্মল বাংলা-সহ আমাদের নিজস্ব অনেক কর্মসূচি আছে। স্বচ্ছতায় বাংলা পথ দেখাতে পারে। রাজ্য সরকার কোনও স্তরেই ‘স্বচ্ছতা হি সেবা’ পালন করছে না। এ সব জেনেও সৌগতদা’র মতো প্রবীণ সাংসদ কী ভাবে ওই অনুষ্ঠানে চলে গেলেন!’’ আনুষ্ঠানিক ভাবে দলের তরফে কেউ অবশ্য মুখ খোলেননি।

দলের মধ্যে ‘বিক্ষুব্ধ’দের নিয়ে ইদানীং তোলপা়ড় চলছে তৃণমূলে। সদ্যই তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে মুকুল রায়ের। সেই ঘটনার রেশ সামলে ওঠার আগেই সৌগতবাবুর এ দিনের কাজ নয়া বিতর্কের আমদানি করেছে তৃণমূলে। সাম্প্রতিক কালে সংসদের ভিতরে ও বাইরে বেশ কয়েকটি ঘটনায় সৌগতবাবুর সুর দলের সঙ্গে মেলেনি। তাই তাঁর এ বারের ঝাঁটা সঞ্চালন আরও জল্পনার কারণ হচ্ছে!

পরে প্রশ্ন করা হলে সৌগতবাবু অবশ্য পরিষ্কার বলেছেন, বিমানবন্দরের অনুষ্ঠানে যাওয়ার মধ্যে তিনি দল বা রাজ্য সরকারের সঙ্গে কোনও বিরোধ দেখছেন না। তাঁর যুক্তি, ‘‘আমি কেন্দ্রের প্রকল্পকে তুলে ধরতে যাইনি। স্থানীয় সাংসদ হিসাবে বিমানবন্দরের পরিচ্ছন্নতার কথা বলেছি। রাজ্য সরকার যে স্বচ্ছতার বিষয়ে প্রচুর কাজ করছে, সে কথাও তো বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sougata Roy সৌগত রায় TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE