Advertisement
E-Paper

‘যাঁর সঙ্গে ইচ্ছে মঞ্চ ভাগ করতে পারি, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই’, কেষ্টর সঙ্গে তাঁর ছবি প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ

অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ‍্যায়। সৌরভ জানিয়েছেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। কারও কাছ থেকে তাঁর নেওয়ার বা দেওয়ার কিছুই নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ০১:১৩
(বাঁ দিকে) সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল (ডান দিকে)।

(বাঁ দিকে) সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুব্রতের অডিয়ো-কাণ্ডের আবহে ওই ছবি নিয়ে নেটাগরিকদের একাংশ নানা মন্তব্য করছেন। তা নিয়ে এ বার মুখ খুললেন সৌরভ।

প্রায় দু’সপ্তাহ আগে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছিলেন সৌরভ। ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনুব্রতও। বোলপুরের আইসিকে দেওয়া ‘হুমকি’র অডিয়ো বিতর্কে তিনি নতুন করে খবরের শিরোনামে। তাঁর সঙ্গে সৌরভের সেই পুরনো ছবি সমাজমাধ্যমে ভাইরাল। ভেসে আসছে নানা মন্তব্য। এই প্রসঙ্গে শনিবার নিজের অবস্থান স্পষ্ট করে সৌরভ বলেন, “আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে। উনি এক জন প্রতিনিধি, আমিও।’’ তিনি জানিয়েছেন, অনেকের সঙ্গেই তিনি মঞ্চ ভাগ করেন ও ভবিষ্যতেও করবেন। সৌরভ বলেন, “আসলে মানুষ নিজেদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেন।” তাঁর কথায়, ‘‘আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। মঞ্চ ভাগ করে নিলে ক্ষতি কোথায়?’’ উল্লেখ্য, ওই মঞ্চে দেখা গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামীকেও।

সম্প্রতি অনুব্রতের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। তাতে শোনা গিয়েছিল তিনি বোলপুরের আইসিকে অশ্রাব‍্য শব্দে আক্রমণ করছেন। অনুব্রত প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন ভাইরাল হওয়া অডিয়োতে তাঁর কণ্ঠস্বর। দল থেকে কড়া বার্তা পাওয়ার পরে চিঠি লিখে ‘দুঃখপ্রকাশ’ও করেন তিনি।তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। পুলিশ নোটিস পাঠিয়ে তাঁকে তলব করলেও শনিবার যাননি অনুব্রত। এরপরে দ্বিতীয় নোটিস পাঠিয়ে তাঁকে রবিবার বেলা ১১টার সময় বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

Sourav Ganguly Anubrata Mondal Jhulan Goswami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy