সপ্তাহান্তে কলকাতার গঙ্গাবক্ষকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হতে পারে। কাল, শনিবার সন্ধ্যায় জলপথে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই গঙ্গায় সে-দিন নিরাপত্তায় কোনও রকম ফাঁকফোকর রাখা যাবে না।
প্রশাসনের কর্তারা অবশ্য জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। সন্ধ্যার পরে আবহাওয়া যদি বিরূপ থাকে এবং এসপিজি যদি মনে করে সেই আবহাওয়া নদীপথে যাত্রার উপযুক্ত নয়, তা হলে যাত্রাপথ বদলও করা হতে পারে। তবে এটাও ঠিক যে, সড়কপথে বেলুড়ে পৌঁছতে হলে ঘিঞ্জি রাস্তা দিয়ে যেতে হবে। সেটাও নিরাপত্তার দিক থেকে চিন্তার বিষয়।
শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের খবর, ভিআইপি রোডে তাঁকে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর আশঙ্কা আছে। যে-হেতু বিকেলে আসছেন, তাই বিমানবন্দর থেকে হেলিকপ্টারের বদলে সড়কপথেই শহরে পৌঁছবেন তিনি।