অভিযোগ, ছাত্রনেতাদের আশ্বাস ছিল, সভায় গেলে পরীক্ষায় বসতে দেওয়া হবে। মঙ্গলবার তাই গাড়ি ভরে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সভায় গিয়েছিলেন সুরেন্দ্রনাথ আইন কলেজের পড়ুয়ারা! বুধবারই অবশ্য আশাহত হয়েছেন তাঁরা। বিনা শর্তে পরীক্ষায় বসতে দেওয়া তো দূর, উপস্থিতি কম থাকায় ওই পড়ুয়াদের দু’হাজার টাকা করে জরিমানা করেছেন কলেজ কর্তৃপক্ষ।
প্রতিবাদে এ দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেট অবরোধ করে বিক্ষোভ দেখান ওই পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের লিখিত ভাবে বিষয়টি জানাতে বলেছেন। সুরেন্দ্রনাথ আইন কলেজের তরফে অবশ্য জানানো হয়েছে, উপস্থিতির হার কম থাকা পড়ুয়াদের কোনও ভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কলেজের সহ-অধ্যক্ষ মহম্মদি তরুন্নম বলেন, ‘‘গত এপ্রিলেই ওই পড়ুয়াদের সতর্ক করা হয়েছিল। তবু তাঁরা কলেজে আসতেন না। পরিচালন সমিতির বৈঠকে ২০০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই নেই।’’
যদিও একটি কলেজ কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছ থেকে এত টাকা জরিমানা নেওয়ার নজির সাম্প্রতিককালে নেই। পড়ুয়াদের একাংশ বলছেন, ৭৫-৬০ শতাংশের কম উপস্থিতির হার থাকলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ১০০ টাকা জরিমানা নেওয়া হয়। সেখানে সুরেন্দ্রনাথ আইন কলেজ কী করে ২০০০ টাকা জরিমানা দাবি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এক পড়ুয়ার মন্তব্য, ‘‘এ তো পড়ার খরচের থেকে জরিমানার খরচ বেশি! দ্রুত কলেজকে এই জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’’ জরিমানার অঙ্ক এত বেশি কেন, সেই প্রশ্নের উত্তর অবশ্য সহ-অধ্যক্ষ দেননি।