ট্রাক ও গাড়ি থেকে জুলুম করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছিল বরাহনগর থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায়। পুলিশের বিরুদ্ধে এক মহিলার প্রতিবাদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সম্প্রতি। ওই ভিডিয়োর জেরেই ক্লোজ করা হল ব্যারাকপুর কমিশনারেটের ‘অভিযুক্ত’ এক এসআই ও সিভিক ভলান্টিয়ারকে। ভাইরাল ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পুলিশের ‘তোলাবাজি’র সময় এক মহিলা সেখানে এসে প্রতিবাদ জানান। এসআই ও সিভিক ভলেন্টিয়রকে রীতিমতো হুমকিও দেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ‘অভিযুক্ত’ সিভিক ভলান্টিয়ার নিজের কান ধরে ও প্রতিবাদকারীর পা ধরে ক্ষমা চান। যদিও এসআইকে দেখা যায় প্রতিবাদীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে। জানা গিয়েছে, এসআই ও সিভিক দু’জনেই বরাহনগর থানার।
আরও পড়ুন:
ভিডিয়ো ভাইরাল হতেই নড়ে চড়ে বসে ব্যারাকপুর কমিশনারেট। যার জেরেই ক্লোজ করা হয় ‘অভিযুক্ত’ দু’জনকে। পুলিশ সূত্রে খবর, ‘অভিযুক্ত’দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত এসআইয়ের নাম পুলকেশ পাত্র।