দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সভা থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ‘ধর্ম-কেন্দ্রিক রাজনীতি’র অভিযোগ তুলে সরব হল এসইউসি। ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে আয়োজিত ওই সভায় যোগ দিয়ে সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেছেন, “বিজেপি নেতারা যত্রতত্র মন্দির বানাচ্ছেন এবং তারই পাল্টা হিসেবে তৃণমূলনেত্রী দিঘাতে সরকারের কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করলেন। এঁরা মানুষকে ধর্মান্ধতা, কুসংস্কারে আচ্ছন্ন করে রাখতে চান।”
এর সঙ্গেই রাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডারে’র মতো প্রকল্পের উদাহরণ দিয়ে তৃণমূল এবং অন্য রাজ্যে বিজেপির ‘খয়রাতির রাজনীতি’রও তীব্র বিরোধিতা করেছেন এসইউসি নেতৃত্ব। পাশাপাশি, নারী নির্যাতন, আমেরিকার ‘সাম্রাজ্যবাদী নীতি’, আর্থিক বৈষম্য-সহ বিভিন্ন বিষয়ের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রভাস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)