Advertisement
১৯ মে ২০২৪
State news

আমি দুর্নীতি করিনি, কেঁদে বললেন সুদীপ

শুক্রবারই জামিন পেয়েছেন রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার তাঁর শারীরিক পরীক্ষা করে হাসপাতাল থেকেও ছুটি দেওয়া যাবে কিনা খতিয়ে দেখবেন চিকিৎসকেরা।

হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১৫:৪৮
Share: Save:

শুক্রবারই জামিন পেয়েছেন রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার তাঁর শারীরিক পরীক্ষা করে হাসপাতাল থেকে ছুটি দেন চিকিৎসকেরা। সন্ধ্যায় তিনি কলকাতা ফেরেন। তার আগে এই সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি। হাত জোড় করে কেঁদেই ফেললেন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার সময়। আর কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

• আপনি কাঁদছেন?

সংবাদমাধ্যম আমার জীবনের সঙ্গে জড়িত। ১৪০ দিন পর কোনও সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারছি।

• আপনি তো অনেক রোগা হয়ে গিয়েছেন?

আমার নেত্রী আমার সঙ্গে দেখা করতে এসে ৫ দফা কাগজে অনেক কিছু লিখে গিয়েছেন। অনেক করে খেতে বলেছেন। শরীরের যত্ন নিতে বলেছেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল কলকাতা বিমানবন্দর থেকে। হাজির হয়েছিলেন প্রচুর সমর্থক। ছবি: রণজিৎ নন্দী।

• আপনি কি রাজনীতিতে আর আসবেন না? রাজনীতি ছেড়ে দেবেন?

কলকাতায় ফিরেই দলনেত্রীর সঙ্গে দেখা করব। আমি খুব অসুস্থ। শরীর সুস্থ হলে পুরোপুরি রাজনীতি করব।

আরও পড়ুন: প্রমাণ নেই সুদীপ টাকা নিয়েছেন, বলেছে হাইকোর্ট

• সক্রিয় ভাবে রাজনীতিতে কতদিন পর দেখতে পাব?

খুব তাড়াতাড়ি।

• শেষে কী বলতে চাইবেন?

আর যাই হোক আমি দুর্নীতি করিনি। দুর্নীতি করার ইচ্ছা নিয়ে আমি রাজনীতি করিনি। আমার প্রতি বিশ্বাস রাখবেন। গোয়েন্দা সংস্থার উপরেও আমার কোনও ক্ষোভ নেই। তাঁরা তাঁদের কাজ করেছে। মা-মাটি-মানুষ জিন্দাবাদ।

দেখুন সেই সাক্ষাৎকার:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Bandyopadhyay Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE