Advertisement
E-Paper

‘মেঝেতে কার ১৬,৫০০ টাকা পড়ে?’ স্পিকারের প্রশ্নে হাত তুললেন পাক পার্লামেন্টের ১২ সদস্য! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অধিবেশন চলাকালীন ঘটনাটি ঘটে। স্পিকার আয়াজ় সাদিক পার্লামেন্টের নিম্নকক্ষের মেঝেতে ১৬,৫০০ টাকা পড়ে থাকতে দেখেন। সেই টাকা তুলে নিয়ে নিজের আসনে গিয়ে বসেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৭
Video shows Pakistan Assembly Speaker ask whose money has Lost, 12 MPs raise their hand

পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ় সাদিক। ছবি: এক্স থেকে নেওয়া।

পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মেঝেতে পড়েছিল এক বান্ডিল পাকিস্তানি টাকা। সেই টাকা কুড়িয়ে পেয়েছিলেন স্পিকার আয়াজ় সাদিক। সেই টাকা আইনসভার সদস্যদের দেখিয়ে সেটি কার তা জিজ্ঞাসা করেন সাদিক। আর তার পরেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আইনসভার এক ডজন সদস্য হাত তুলে সেই টাকা তাঁদের বলে দাবি করেন। সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে আইনসভার অন্দরেই। তা দেখে রসিকতা করেন স্পিকারও। মজার সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অধিবেশন চলাকালীন ঘটনাটি ঘটে। স্পিকার সাদিক পার্লামেন্টের নিম্নকক্ষের মেঝেতে ১৬,৫০০ টাকা পড়ে থাকতে দেখেন। সেই টাকা তুলে নিয়ে নিজের আসনে গিয়ে বসেন তিনি। এর পর ওই টাকা হাতে নিয়ে আইনসভার সদস্যদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘এটা কার টাকা? যারই হোক, দয়া করে হাত তুলুন।’’ এর পরেই ঘটে সেই অদ্ভুত ঘটনা। একসঙ্গে এক ডজন আইনপ্রণেতা হাত তুলে টাকার মালিকানা দাবি করেন। তা দেখে মুচকি হাসেন স্পিকার। তিনি ব্যঙ্গ করে বলেন, ‘‘১০টি নোট এবং ১২ জন মালিক।’’ সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে। অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম কিছু ক্ষণের জন্য থেমে যায়। এর পর ওই টাকা নিজের কাছে রেখে দেন সাদিক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

পাকিস্তানের ‘আজ টিভি’ অনুযায়ী, ওই নগদের প্রকৃত মালিক ছিলেন পিটিআই-এর নেতা মহম্মদ ইকবাল আফ্রিদি। উপযুক্ত প্রমাণ দিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির অফিস থেকে ওই টাকা সংগ্রহ করেন তিনি।

মজার ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আইনস্টাইন যাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে কটাক্ষও করেছেন। পাকিস্তানেরই এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাদের নেতারা কতটা সৎ তা এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে।’’

Viral Video Pakistan parliament Pakistan National Assembly money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy